"The teacher praised ______ students for their hard work."
Which possessive adjective should fill the blank?
A
he
B
her
C
she
D
him
উত্তরের বিবরণ

0
Updated: 1 week ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 5 days ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 5 days ago
Fill in the blank:
He eventually ascended ____ the position of chief executive.
Created: 1 week ago
A
of
B
to
C
on
D
from
Correct Answer: to.
Complete Sentence: He eventually ascended to the position of chief executive.
বাংলা অর্থ: শেষ পর্যন্ত সে প্রধান নির্বাহী পদে উন্নীত হয়েছিল / পৌঁছেছিল।
• Ascend to → এর অর্থ হলো উচ্চতর পদ, মর্যাদা, বা স্তরে পৌঁছানো।
- Ascend to something (figurative)
আরও উদাহরণ:
- She ascended to the throne after her father’s death.
- He ascended to fame through hard work.
অন্য অপশনের ব্যাখ্যা:
- of – মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়; এখানে সম্পূর্ণ ভুল।
- on – কোনো কিছুর উপরে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু “ascend on” সঠিক collocation নয়।
- from – কোথা থেকে ওঠা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে গন্তব্য (position) বোঝানো হয়েছে।

0
Updated: 1 week ago
Adnan can eat ___ his brother.
Created: 2 weeks ago
A
twice as
B
twice as much as
C
twice as more as
D
twice times
• সঠিক উত্তর: খ) twice as much as
-
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
-
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
-
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
• অন্যান্য Options
-
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
-
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
-
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago