Which of the following is a possessive adjective?
A
me
B
my
C
mine
D
he
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Choose the correct passive voice of:
"I am going to fix the broken pipe."
Created: 2 months ago
A
The broken pipe will be fixed by me.
B
The broken pipe is going to fix by me.
C
The broken pipe is going to be fixed by me.
D
The broken pipe has been fixed by me.
Correct Answer
গ) The broken pipe is going to be fixed by me. ✅
Explanation:
-
May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:
-
এদের পরে be বসে
-
তারপর মূল verb এর Past Participle বসে
-
শেষে by + subject এর objective form যুক্ত হয়
-
Structure:
👉 Object (Subjective form) + may/might/can/could/must/ought to/going to + be + Past Participle + by + Subject (Objective form)
Example:
-
Active: I am going to fix the broken pipe.
-
Passive: The broken pipe is going to be fixed by me.
Other Options
ক) The broken pipe will be fixed by me. → এটি Simple Future Passive, কিন্তু মূল বাক্যের “going to” structure নেই।
খ) The broken pipe is going to fix by me. → ভুল, কারণ এখানে be অনুপস্থিত।
ঘ) The broken pipe has been fixed by me. → এটি Present Perfect Passive, মূল বাক্যের tense এর সাথে মেলে না।

0
Updated: 2 months ago
In which sentence is the word “after” used as a conjunction?
Created: 2 weeks ago
A
She arrived first, and he came soon after.
B
I will call you after the meeting.
C
After the movie ended, we went for dinner.
D
I felt tired after the long journey.
After শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে: Conjunction, Preposition বা Adverb। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Conjunction (After)
-
যখন After দুটি Clause কে যুক্ত করে, তখন এটি Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: After the movie ended, we went for dinner.
-
এখানে দুটি Clause যুক্ত হয়েছে:
-
"the movie ended" (subordinate clause)
-
"we went for dinner" (main clause)
-
-
তাই এখানে After একটি Subordinating Conjunction।
-
-
-
Preposition (After)
-
যখন After এর পরে Noun আসে এবং কোনো ঘটনার বা সময়ের পরে বোঝাতে ব্যবহার হয়, তখন এটি Preposition হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
I will call you after the meeting.
-
I felt tired after the long journey.
-
-
-
Adverb (After)
-
যখন After Sentence-এর শেষে আসে, তখন এটি Adverb হিসেবে বিবেচিত হয়।
-
উদাহরণ: She arrived first, and he came soon after.
-

0
Updated: 2 weeks ago