She added some salt to the soup. Here, 'some' is a/an -
A
Noun
B
Adverb
C
Adjective
D
Preposition
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Fill in the blank:
The number of books in the library ______ increased.
Created: 3 weeks ago
A
have
B
have been
C
has
D
is
আপনার ব্যাখ্যা একদম সঠিক। সংক্ষেপে:
-
The number of + plural noun + singular verb
-
উদাহরণ: The number of books in the library has increased.
-
“books” হলো plural noun, কিন্তু “The number of” singular হিসেবে গণ্য হওয়ায় verb singular “has” ব্যবহার করা হয়।
-
-
A number of + plural noun + plural verb
-
উদাহরণ: A number of students were absent yesterday.
-
এখানে verb plural কারণ “A number of” বোঝায় “several/many” অর্থাৎ অনেকজন।
-
-
অন্য verb অপশনগুলোর বিশ্লেষণ:
-
“have”: plural subject-এর জন্য।
-
“have been”: plural passive voice-এর জন্য।
-
“is”: ভুল, কারণ বাক্যে past participle “increased” ব্যবহার হয়েছে, তাই singular present perfect “has” সঠিক।
-

0
Updated: 2 weeks ago
What is the Bangla meaning of "Haste makes waste"?
Created: 3 weeks ago
A
দুধের সাধ ঘোলে মেটানো।
B
তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
C
যিনি কাজে উদার তিনিই সুন্দর।
D
আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।
Haste makes waste একটি প্রবাদ যা বোঝায় যে খুব দ্রুত কাজ করার ফলে প্রায়ই ভুল হয় বা ফলাফল ভালো হয় না। এটি ধৈর্য ও সাবধানতার গুরুত্বকে নির্দেশ করে।
-
Haste makes waste
English Meaning: Acting too quickly often leads to mistakes or poor results
Bangla Meaning: তাড়াহুড়ায় জিনিস খারাপ হয় -
Correct Answer: খ) তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়
-
Other Options:
ক) Have to be satisfied with an inferior substitute → দুধের সাধ ঘোলে মেটানো
গ) Handsome is as/that handsome does → যিনি কাজে উদার তিনিই সুন্দর / কাজের মধ্যেই প্রকৃত সৌন্দর্য নিহিত
ঘ) He who spits against the wind spits against his own face → আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে -
Source:

0
Updated: 3 weeks ago
The mother sat vigilantly beside the sick baby. Here 'vigilantly' is -
Created: 1 month ago
A
a noun
B
an adverb
C
an adjective
D
none of the three
The mother sat vigilantly beside the sick baby.
বিশ্লেষণ:
-
এখানে ‘vigilantly’ হলো একটি adverb।
-
এটি ‘sat’ (verb) কে modify করেছে।
-
সহজভাবে বলতে গেলে, যে শব্দ কোনো ক্রিয়াকে (verb) ব্যাখ্যা বা বর্ণনা করে, তাকে adverb বলা হয়।
‘Vigilantly’ অর্থ:
-
ইংরেজি: in a way that is always careful to notice things
-
বাংলা: সতর্কভাবে
উদাহরণ বাক্য:
-
Our community has acted vigilantly to ensure that all activities are appropriate.
-
আমাদের সম্প্রদায় সমস্ত কার্যক্রম উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করেছে।
উৎসঃ Cambridge Dictionary

0
Updated: 1 month ago