"She is very good ___ playing the piano"
Which preposition is most appropriate to complete the sentence?
A
in
B
at
C
on
D
with
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
She hardly comes here, ____?
Created: 4 weeks ago
A
didn’t she?
B
did she?
C
doesn’t she?
D
does she?
এই প্রশ্নে Tag Question গঠনের নিয়ম প্রয়োগ করে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর হলো— does she?
-
Tag question সাধারণত মূল বাক্যের সত্যতা যাচাই বা নিশ্চিত হওয়ার জন্য ব্যবহৃত হয়।
-
Tag question-এ subject সবসময় মূল sentence-এর subject-এর pronoun হয়।
-
Tag গঠনের ক্ষেত্রে auxiliary verb ব্যবহৃত হয় এবং সাধারণত তার contracted form ব্যবহৃত হয়।
-
মূল বাক্য positive হলে tag হয় negative, আর মূল বাক্য negative হলে tag হয় positive।
উদাহরণে বাক্যটি হলো: She hardly comes here, ____?
-
এখানে hardly একটি negative শব্দ। যদিও not ব্যবহার করা হয়নি, তবুও বাক্যটি negative অর্থ প্রকাশ করছে।
-
She hardly comes here মানে: “সে প্রায় কখনোই এখানে আসে না।” অর্থাৎ বাক্যটি negative।
-
তাই এর tag হবে positive: does she?
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) didn’t she? → এটি past tense-এর tag, কিন্তু মূল বাক্য present tense-এ আছে।
-
খ) did she? → tense মিললেও present simple গঠনে এটি সঠিক নয়।
-
গ) doesn’t she? → এটি negative tag, কিন্তু মূল বাক্যে hardly থাকার কারণে বাক্য ইতোমধ্যেই negative। তাই আবার negative tag ব্যবহার করা যাবে না।

0
Updated: 4 weeks ago
The word 'orphan' is -
Created: 3 weeks ago
A
Masculine gender
B
Feminine gender
C
Neuter gender
D
Common gender
শব্দ ও ব্যাখ্যা অনুযায়ী:
-
Orphan (Noun)
-
English Meaning: A child whose parents are dead
-
Bangla Meaning: এতিম শিশু / এতিম
-
-
Example:
-
The civil war is making orphans of many children.
-
-
Gender ব্যাখ্যা:
-
Orphan শব্দটি ছেলে-মেয়ে উভয়কেই বোঝায়।
-
সুতরাং এর gender হলো common gender।
-

0
Updated: 2 weeks ago
Let's help him finish the work, __________?shall we
Created: 1 month ago
A
shall we
B
shan't we
C
have we
D
won't we
Tag Question Rules:
-
Used to confirm whether a statement is true or false.
-
If the statement is positive, the tag is negative; if the statement is negative, the tag is positive.
-
Formed according to subject and tense, using an auxiliary verb.
Tag Questions with “Let” in Imperative Sentences:
-
If the sentence starts with “Let’s”, the ’s refers to us.
-
Following the tag question rule, a positive imperative takes a negative tag.
-
“Us” is replaced by we in the tag.
Example:
-
Let’s help him finish the work, shall we? ✅
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago