She bought three apples. Here, 'three' is a/an -
A
Noun
B
Adverb
C
Adjective
D
Preposition
উত্তরের বিবরণ
Correct Answer: Adjective
ব্যাখ্যা:
-
Adjective of Number বা Numeral Adjective: যে adjective noun-এর সংখ্যা (number) নির্দেশ করে, তাকে Adjective of Number বলে।
-
বাক্যে: "three" noun "apples" কে modify করছে এবং কতগুলো আপেল কেনা হয়েছে তা নির্দেশ করছে।
-
"Three" একটি definite numeral adjective, যা পরিমাণ নির্দিষ্ট করে।
-
তাই এখানে 'three' একটি Adjective।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Noun: ব্যক্তি, স্থান বা বস্তু বোঝায়
-
উদাহরণ: Three is a lucky number.
-
এখানে "three" সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু noun "apples"-এর বর্ণনা দিচ্ছে।
-
-
গ) Adverb: ক্রিয়া সংশোধন করে
-
উদাহরণ: She ran quickly.
-
"Three" কোনো ক্রিয়া সংশোধন করছে না।
-
-
ঘ) Preposition: noun বা pronoun-এর সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায়
-
উদাহরণ: in, on, at
-
কিন্তু 'three' সে কাজ করছে না।
-

0
Updated: 1 month ago
What would be the best antonym of "hibernate"?
Created: 1 month ago
A
dormancy
B
liveliness
C
sluggishness
D
democracy
শব্দ: Hibernate
ইংরেজি অর্থ: (কিছু প্রাণী) শীতকালে ঘুমানো বা সক্রিয় না থাকা।
বাংলা অর্থ: গোটা শীতকাল ঘুম বা নিষ্ক্রিয় অবস্থায় কাটানো।
প্রদত্ত অপশনগুলোর অর্থ:
-
ক) Dormancy – সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় থাকা।
-
খ) Liveliness – উচ্ছলতা; প্রাণবন্ততা।
-
গ) Sluggishness – মন্থরতা; নিষ্ক্রিয়তা।
-
ঘ) Democracy – গণতন্ত্র।
বিশ্লেষণ: “Hibernate” মানে শীতকালে নিষ্ক্রিয় থাকা বা ঘুমানো। এর বিপরীত অর্থের শব্দ হবে প্রাণবন্ততা বা উচ্ছলতা, তাই সঠিক উত্তর হলো Liveliness।
উৎস: Cambridge Dictionary; Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
The label can easily be detached _____ the package.
Created: 1 month ago
A
in
B
from
C
of
D
for
• Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: He is detached from his family.
Complete sentence: The label can easily be detached from the package.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

0
Updated: 1 month ago
The boy looks after his parents.
Here, 'looks after' is-
Created: 1 month ago
A
An adverb phrase
B
A verbal phrase
C
A prepositional phrase
D
An adjective phrase
Sentence: The boy looks after his parents.
-
Underlined Part: looks after
-
Type: Verbal Phrase
Explanation:
-
A verbal phrase is a group of words functioning as a verb in a sentence.
-
Here, looks after acts as a single verb meaning “cares for” or “takes care of.”
More Examples:
-
They look for the brilliant students.
-
Do on your shirt.
Note:
-
A verb phrase can consist of a main verb alone or a main verb with auxiliary verbs, modals, or prepositions.

0
Updated: 1 month ago