A
Noun
B
Adverb
C
Adjective
D
Preposition
উত্তরের বিবরণ
Correct Answer: Adjective
ব্যাখ্যা:
-
Adjective of Number বা Numeral Adjective: যে adjective noun-এর সংখ্যা (number) নির্দেশ করে, তাকে Adjective of Number বলে।
-
বাক্যে: "three" noun "apples" কে modify করছে এবং কতগুলো আপেল কেনা হয়েছে তা নির্দেশ করছে।
-
"Three" একটি definite numeral adjective, যা পরিমাণ নির্দিষ্ট করে।
-
তাই এখানে 'three' একটি Adjective।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Noun: ব্যক্তি, স্থান বা বস্তু বোঝায়
-
উদাহরণ: Three is a lucky number.
-
এখানে "three" সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু noun "apples"-এর বর্ণনা দিচ্ছে।
-
-
গ) Adverb: ক্রিয়া সংশোধন করে
-
উদাহরণ: She ran quickly.
-
"Three" কোনো ক্রিয়া সংশোধন করছে না।
-
-
ঘ) Preposition: noun বা pronoun-এর সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায়
-
উদাহরণ: in, on, at
-
কিন্তু 'three' সে কাজ করছে না।
-

0
Updated: 1 week ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 6 days ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।

0
Updated: 6 days ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 6 days ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 6 days ago
'To do away with' means-
Created: 1 week ago
A
to repeat
B
to start
C
to get rid of
D
to drive off
• To do away with
English Meaning: put an end to / remove/to get rid of.
Bangla Meaning: সমাপ্তি টানা / বিনাশ সাধন করা
Ex. Sentence: These ridiculous rules and regulations should have been done away with years ago.
Bangla Meaning: এসব অবান্তর আইন কানুন অনেক আগেই বিলুপ্ত করা উচিত ছিলো।
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 week ago