The train arrives _____ Dhaka _____ 7:30 AM _____ the 15th of July.
A
at, on, in
B
in, at, on
C
at, in, on
D
in, on, at
উত্তরের বিবরণ
Prepositions: in, at, on
১. in
-
ব্যবহার: বড় স্থান (শহর, দেশ) বোঝাতে
-
উদাহরণ: I live in Dhaka.
-
বাংলা: আমি ঢাকায় থাকি।
-
২. at
-
ব্যবহার: নির্দিষ্ট সময় (ঘন্টা/মিনিট) বোঝাতে
-
উদাহরণ: I will see you at 5 pm.
-
বাংলা: আমি তোমায় ৫টায় দেখব।
-
৩. on
-
ব্যবহার: নির্দিষ্ট তারিখ/দিন বোঝাতে
-
উদাহরণ: The meeting was held on Monday.
-
বাংলা: সভাটি সোমবার অনুষ্ঠিত হয়েছিল।
-
ভুল অপশনগুলির বিশ্লেষণ:
-
ক) at, on, in:
-
at Dhaka → বড় শহরের জন্য at ব্যবহার করা হয় না।
-
-
গ) at, in, on:
-
at Dhaka → বড় শহরে at ব্যবহার অশুদ্ধ
-
in 7:30 AM → নির্দিষ্ট সময়ে in ব্যবহার করা হয় না।
-
-
ঘ) in, on, at:
-
on 7:30 AM → নির্দিষ্ট সময়ে on ব্যবহার অশুদ্ধ
-
at the 15th of July → তারিখে at ব্যবহার করা হয় না।
-
📚 Source: Applied English Grammar & Composition, P.C. DAS

0
Updated: 1 month ago
____ some clothes.
Created: 2 weeks ago
A
Count on
B
Lay on
C
Put on
D
Depend on
বাক্যটি “Put on some clothes” বোঝায় কাউকে কাপড় পরার জন্য নির্দেশ দেওয়া। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Put on হলো একটি phrasal verb, যার অর্থ হলো কাপড়, জুতা বা আনুষঙ্গিক সামগ্রী পরা।
-
এটি ব্যবহার করা হয় যখন কাউকে কিছু পরতে বলা হয়।
-
উদাহরণ: Put on some clothes মানে “কিছু কাপড় পরে নাও” বা “কাপড় পরো”।
-
Other options:
-
ক) Count on – “to rely on” (নির্ভর করা); কাপড় পরার সাথে সম্পর্ক নেই।
-
খ) Lay on – “to apply or arrange” (প্রলেপ দেওয়া); কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
ঘ) Depend on – “to be dependent” (ভরসা করা); প্রসঙ্গের সাথে সম্পর্ক নেই।
-

0
Updated: 2 weeks ago
We have already done the exercise. [passive]
Created: 1 month ago
A
Already the exercise have been done by us.
B
The exercise has already been done by us.
C
The exercise had been already done by us.
D
The exercise is already done by us.
নিয়ম (Present Perfect Active → Passive):
-
Active sentence-এর object হয়ে যায় Passive sentence-এর subject।
-
have/has been ব্যবহার করা হয়।
-
মূল verb-এর past participle form লাগে।
-
শেষে by + Active subject-এর object form বসানো হয়।
Structure:
Object + has/have been + past participle + by + Subject
উদাহরণ:
-
Active: We have already done the exercise.
-
Passive: The exercise has already been done by us.
অপশন বিশ্লেষণ:
-
ক) Already the exercise have been done by us.
-
Singular subject → has been ব্যবহার হবে।
-
Adverb already ঠিক স্থানে নেই।
-
-
গ) The exercise had been already done by us.
-
Had been → Past Perfect Passive, কিন্তু মূল বাক্য Present Perfect।
-
-
ঘ) The exercise is already done by us.
-
Simple Present Passive, মূল বাক্য Present Perfect নয়।
-
সঠিক উত্তর: খ) The exercise has already been done by us

0
Updated: 1 month ago
The word 'equivocation' refers to -
Created: 1 month ago
A
stating like an author
B
two contradictory things in the same statement
C
free expression of opinions
D
a true statement
Equivocation (Noun) শব্দটি এমন একধরনের ভাষা ব্যবহারকে বোঝায় যেখানে অস্পষ্টতা বা দ্ব্যর্থকতা থাকে। এর মাধ্যমে সত্যকে আড়াল করা বা সরাসরি কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া থেকে বিরত থাকা যায়। একইসাথে এতে একে অপরের বিপরীত দুটি ধারণা একই বক্তব্যে প্রকাশ পেতে পারে। বাংলায় একে বলা হয় কথার দুটি অর্থ হয় এমন ভাব বা বাকচাতুরী।
-
Meaning:
-
The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself
-
Prevarication
-
Two contradictory things in the same statement
-
-
বাংলা অর্থ: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী
-
Related expressions:
-
stating like an author = একজন লেখকের মত বর্ণনা করা
-
free expression of opinions = স্বাধীনভাবে মতামত ব্যক্তকরণ
-
a true statement = একটি সত্য বিবৃতি
-

0
Updated: 1 month ago