A
সভাসদ
B
শুভেচ্ছা
C
ফলবান
D
তন্বী
উত্তরের বিবরণ
‘শুভেচ্ছা’ শব্দটি প্রত্যয়যোগে গঠিত নয়। এটি সন্ধি সাধিত শব্দ।
-
সন্ধি নিয়ম অনুসারে, ‘অ’ বা ‘আ’-কারের পরে ‘ই’ বা ‘ঈ’-কার এলে, উভয় মিলিত হয়ে ‘এ’-কার তৈরি করে।
উদাহরণ:-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
অন্যদিকে:
-
তন্বী (তনু + ঈ) — এটি প্রত্যয় ও সন্ধি উভয় সাধিত শব্দ।
-
সভাসদ (সভা + সদ), ফলবান (ফল + বান) — এগুলো শুধুমাত্র প্রত্যয়যোগে গঠিত শব্দ।
সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর: ‘শুভেচ্ছা’
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ডাক্তারখানা
B
অনুগমন
C
দিলখোলা
D
সম্রাট
উত্তর: ক) ডাক্তারখানা।
ডাক্তারখানা শব্দটি বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত। এখানে "ডাক্তার" শব্দের সঙ্গে "খানা" প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি তৈরি হয়েছে।
অপশন বিশ্লেষণ:
খ) অনুগমন: এটি উপসর্গ ও প্রত্যয়যোগে গঠিত। "অনু-" উপসর্গ, "গম্" ধাতু এবং "-অন" প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে।
গ) দিলখোলা: এটি একটি সমাসবদ্ধ পদ। এখানে কোনো প্রত্যয় যুক্ত হয়নি, তাই এটি প্রত্যয়যোগে গঠিত নয়।
ঘ) সম্রাট: এটি তৎসম শব্দ। "সম্" উপসর্গ যুক্ত হলেও কোনো প্রত্যয় নেই। তাই এটি প্রত্যয়যোগে গঠিত নয়।
উল্লিখিত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র "ডাক্তারখানা" প্রত্যয়যোগে গঠিত শব্দ। তাই সঠিক উত্তর ডাক্তারখানা।
প্রত্যয়:
প্রত্যয় হলো এমন শব্দাংশ, যা ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। যেমন:
-
বাঘ + আ = বাঘা (তদ্ধিত প্রত্যয়)।
-
কৃ + তব্য = কর্তব্য (কৃৎ প্রত্যয়)।
ধাতুর পরে যোগ হলে তা কৃৎ প্রত্যয়, আর শব্দের পরে যোগ হলে তদ্ধিত প্রত্যয়।
"ডাক্তারখানা"-তে 'খানা' হলো তদ্ধিত প্রত্যয়।

0
Updated: 1 month ago
কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Created: 3 months ago
A
ঠগী
B
পানাস
C
পাঠক
D
সেলামী
বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ অনুসারে,
• √পাঠ্ + অক = পাঠক, পাঠ ধাতুর সাথে 'অক' কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পাঠক (বিশেষ্য)
- এটি সংস্কৃত শব্দ,
- পাঠক শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় = √পাঠি+অক;
অর্থ: পাঠকারী, ছাত্র, কথক, শিক্ষক।
সুতরাং অপশন অনুসারে, সঠিক উত্তর অপশন ‘খ’।

0
Updated: 3 months ago
প্রত্যয় কয় প্রকার?
Created: 4 days ago
A
এক
B
দুই
C
তিন
D
চার
বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়: ১. তদ্ধিত প্রত্যয় ও ২. কৃৎ প্রত্যয়।

0
Updated: 4 days ago