নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
A
সামাজিক অবক্ষয়ের
B
মূল্যবোধ অবক্ষয়ের
C
সুশাসনের
D
শিক্ষার গুণগতমানের
উত্তরের বিবরণ
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি সুশাসনের অন্তরায়।
--------------
সুশাসন ও গণমাধ্যম
- গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়।
- শক্তিশালী ও নিরপেক্ষ গণমাধ্যমে অনুপস্থিতি সুশাসনের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়।
- গণমাধ্যমে একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোকে জনমত সৃষ্টির মাধ্যমে সুসংহত করতে পারে।
- স্বাধীন সংবাদ মাধ্যম আর স্বাধীন বিচার বিভাগ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
- বর্তমানে ‘সুশাসন’ ও ‘গণমাধ্যম’ এ দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পৃক্ত।
- গণতান্ত্রিক সমাজব্যবস্থায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইনের শাসনকে কেউ কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকে যা গনমাধ্যমের জোরালো ভূমিকার মাধ্যমে তা প্রতিহত করা যায়।
উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 month ago
কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন কৱেন?
Created: 1 month ago
A
হ্যারল্ড উইলসন
B
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
C
জন স্টুয়ার্ট মিল
D
ইমানুয়েল কান্ট
ইমানুয়েল কান্ট ছিলেন একজন প্রখ্যাত জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিকতা ও দার্শনিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত এবং তার নীতিবিদ্যার মূলকথা তিনটি বিষয়কে কেন্দ্র করে: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
নীতিশাস্ত্রে তাঁর গুরুত্বপূর্ণ রচনা:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
-

0
Updated: 1 month ago
কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
Created: 1 month ago
A
সামাজিক মূল্যবোধ
B
ইতিবাচক মূল্যবোধ
C
গণতান্ত্রিক মূল্যবোধ
D
নৈতিক মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ হলো সেই চিন্তাভাবনা, লক্ষ্য ও সংকল্প যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের দৈনন্দিন আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
এই মূল্যবোধ নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং দেশের বৃহত্তর স্বার্থকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের উপরে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা করতে হয়।
-
রাষ্ট্রের নাগরিকরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠী স্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দিতে বাধ্য।
-
নাগরিকরা পারস্পরিক সুখ ও দুঃখে একত্রে সমর্থন ও সহায়তা প্রদর্শন করে।
-
গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও বিভিন্ন গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।
-
এর ভিত্তি উদারতাবাদ।
গণতান্ত্রিক মূল্যবোধের প্রভাব:
-
রাজনৈতিক সততা, শিষ্টাচার ও সৌজন্যবোধের বিকাশ।
-
রাজনৈতিক সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা।
-
সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধা এবং সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ।
-
বিরোধী মত প্রকাশ ও প্রসারের সুযোগ প্রদান।
-
নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা গঠন।
-
সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে উত্তেজনা প্রশমিত হয়।
উল্লেখ্য, গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত এবং এটি ইতিবাচক বা সামাজিক মূল্যবোধ থেকে পৃথক, কারণ সামাজিক মূল্যবোধ দেশ বা সমাজ অনুযায়ী ভিন্ন রূপে প্রকাশ পায়।

0
Updated: 1 month ago
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় - এগুলোকে সদ্গুণ হিসেবে উল্লেখ করেন কে?
Created: 1 month ago
A
এরিস্টটল
B
সক্রেটিস
C
প্লেটো
D
জন লক
সদ্গুণ
-
ইংরেজিতে যাকে Virtue বলা হয়, বাংলায় তাকেই সদ্গুণ বলা হয়।
-
মানুষের চরিত্রের যে সব লক্ষণগুলো তার চরিত্রের উৎকর্ষতা প্রমাণ করে, তাদেরকেই সদ্গুণ বলা হয়।
-
প্লেটো চারটি প্রধান সদ্গুণ (Cardinal Virtues) উল্লেখ করেছেন:
-
প্রজ্ঞা
-
সাহস
-
আত্মনিয়ন্ত্রণ
-
ন্যায়
-
-
এদের মধ্যে ন্যায়কে তিনি রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের ক্ষেত্রেই সর্বোচ্চ অত্যাবশ্যকীয় সদ্গুণ হিসেবে অভিহিত করেছেন।
-
অ্যারিস্টটলের মতে, এই সদ্গুণগুলো অভ্যাসের মাধ্যমে অর্জিত হয় এবং কম-বেশি স্থায়ী মেজাজের রূপ নেয়।
-
নৈতিক সদ্গুণের একটি বড় বৈশিষ্ট্য হলো সময় এবং সমাজভেদে এগুলোর গ্রহণযোগ্যতা ভিন্ন হতে পারে।
-
অ্যারিস্টটল তাঁর বিখ্যাত পুস্তক নিকোমেকীয়ান এথিক্স এ সদ্গুণ উদ্ভবের কারণ হিসেবে জীবনে মধ্যপথ অবলম্বনের ওপর জোর দেন।

0
Updated: 1 month ago