A
আইনের শাসন
B
নৈতিকতা
C
সাম্য
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
সামাজিক মূল্যবোধ ও এর ভিত্তি
সামাজিক মূল্যবোধ হলো মানুষের সেই চিন্তা-ভাবনা, লক্ষ্য ও অভ্যাস, যা তাদের সামাজিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। সহজভাবে বলতে গেলে, সামাজিক মূল্যবোধ হলো মানুষকে সমাজের কল্যাণে কাজ করতে প্রেরণা দেয় এমন নীতিমালা ও আচরণবিধি।
ফ্রান্সিস ই. মেরিল অনুযায়ী,
“সামাজিক মূল্যবোধ হলো মানুষের দলগত কল্যাণের জন্য এমন আচরণ বজায় রাখা, যা তারা গুরুত্বপূর্ণ বলে মনে করে।”
উদাহরণস্বরূপ, ন্যায়পরায়ণতা, সততা, শিষ্টাচার, বড়দের সম্মান, সহনশীলতা, দানশীলতা ও আতিথেয়তা সামাজিক মূল্যবোধের অংশ।
সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান
সামাজিক মূল্যবোধ গঠনে যে মৌলিক ভিত্তিগুলো কাজ করে তা হলো:
-
আইনের শাসন: সমাজে আইন মেনে চলা।
-
নৈতিকতা: সঠিক ও ভুলের পার্থক্য বোঝা।
-
সাম্য: সকলের মধ্যে সমতা ও সমান অধিকার নিশ্চিত করা।
-
ন্যায়বিচার: অন্যের প্রতি ন্যায়পরায়ণ আচরণ।
-
ঔচিত্যবোধ: সামাজিক ও নৈতিক পরিপ্রেক্ষিতে সঠিক আচরণ।
-
শৃঙ্খলাবোধ: নিয়ম এবং কর্তব্য মানা।
-
সহনশীলতা ও সহমর্মিতা: অন্যের অনুভূতি ও দুর্দশা বুঝতে পারা।
-
শ্রমের মর্যাদা: পরিশ্রমকে সম্মান করা।
-
নাগরিক চেতনা ও কর্তব্যবোধ: সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ।
মূল্যবোধের শ্রেণিবিভাগ
মূল্যবোধকে বিভিন্ন দিক থেকে শ্রেণীবদ্ধ করা যায়:
-
সামাজিক মূল্যবোধ
-
রাজনৈতিক মূল্যবোধ
-
গণতান্ত্রিক মূল্যবোধ
-
ধর্মীয় মূল্যবোধ
-
সাংস্কৃতিক মূল্যবোধ
-
নৈতিক মূল্যবোধ
-
অর্থনৈতিক মূল্যবোধ
-
আধ্যাত্মিক মূল্যবোধ
-
আধুনিক মূল্যবোধ
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
Created: 1 week ago
A
সামাজিক অবক্ষয়ের
B
মূল্যবোধ অবক্ষয়ের
C
সুশাসনের
D
শিক্ষার গুণগতমানের
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি সুশাসনের অন্তরায়।
--------------
সুশাসন ও গণমাধ্যম
- গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়।
- শক্তিশালী ও নিরপেক্ষ গণমাধ্যমে অনুপস্থিতি সুশাসনের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়।
- গণমাধ্যমে একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোকে জনমত সৃষ্টির মাধ্যমে সুসংহত করতে পারে।
- স্বাধীন সংবাদ মাধ্যম আর স্বাধীন বিচার বিভাগ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
- বর্তমানে ‘সুশাসন’ ও ‘গণমাধ্যম’ এ দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পৃক্ত।
- গণতান্ত্রিক সমাজব্যবস্থায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইনের শাসনকে কেউ কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকে যা গনমাধ্যমের জোরালো ভূমিকার মাধ্যমে তা প্রতিহত করা যায়।
উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন (প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 week ago
সুশাসনের পথে অন্তরায় -
Created: 5 days ago
A
আইনের শাসন
B
জবাবদিহিতা
C
স্বজনপ্রীতি
D
ন্যায়পরায়ণতা
সুশাসনের পথে স্বজনপ্রীতির প্রভাব
সুশাসন হলো সমাজে শাসনের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এর অর্থ হলো শাসনযন্ত্রের কার্যক্রম ঠিকভাবে এবং ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করা।
সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। এগুলো ছাড়া দুর্নীতি রোধ করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
সুশাসন নিশ্চিত করতে জনসাধারণের অংশগ্রহণ এবং ই-গভর্ন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে স্বজনপ্রীতি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং স্বেচ্ছাচারিতা হলো সুশাসনের প্রধান বাধা। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, দুর্নীতি সুশাসনের বড় অন্তরায় হিসেবে বিবেচিত।
উৎস: মোঃ মোজাম্মেল হক, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 5 days ago
আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
Created: 2 days ago
A
সত্য ও ন্যায়
B
সার্থকতা
C
শঠতা
D
অসহিষ্ণুতা
মূল্যবোধ
-
Value শব্দটি মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ।
-
মানুষের চিন্তা-ভাবনা, উদ্দেশ্য, সংকল্প, আদর্শ ও জীবনের লক্ষ্য একসাথে মিলে তার আচরণ ও কর্মকাণ্ডকে পরিচালনা করে—এসবের সমষ্টিকেই মূল্যবোধ বলা হয়।
-
মূল্যবোধের মাধ্যমেই আমরা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা, সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি বিচার করতে পারি।
-
আমাদের স্থায়ী বা চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়।
-
বিপরীতে, শঠতা, অসহিষ্ণুতা, অসততা ইত্যাদি হলো চিরন্তন মূল্যবোধের বিরোধী বৈশিষ্ট্য।
উৎস: পৌরনীতি ও সুশাসন, ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রফেসর মোঃ মোজাম্মেল হক

0
Updated: 2 days ago