'জননী' উপন্যাসের লেখক কে?

A

আবুল ফজল

B

শওকত ওসমান

C

জহির রায়হান

D

আবুল মনসুর

উত্তরের বিবরণ

img

জননী (১৯৫৮) শওকত ওসমান রচিত প্রথম

উপন্যাস এবং প্রথম প্রকাশিত গ্রন্থ।

-, সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা

(গোপনে) যে কোনো পথ অবলম্বন করতে পারে

শওকত ওসমানের জননী উপন্যাসে সে কথাই ব্যক্ত।

শওকত ওসমান (১৯১৭-৯৮) বাংলাদেশের

কথাসাহিত্যের সমকালমনস্ক এক জীবনবাদী কথাশিল্পী।

সমাজ ও সময়ের কাছে দায়বদ্ধ থেকে তিনি আমৃত্যু

লিখে গেছেন। তাঁর রচনায় আমাদের জাতীয় আন্দোলন

ও মুক্তিযুদ্ধ ভিন্ন এক শিল্পমাত্রা লাভ করেছে।

মুক্তিযুদ্ধকে পটভূমি করে তিনি লিখেছেন চারটি

উপন্যাস –

১. জাহান্নাম হইতে বিদায়,

২. দুই সৈনিক,

৩. নেকড়ে অরণ্য ও

৪. জলাংগী।

• জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটি ১৯৭১ সালের

সেপ্টেম্বরে কলকাতা বসে লেখা। দেশ পত্রিকার শারদীয়

সংখ্যায় প্রকাশের জন্য সম্পাদক সাগরময় ঘোষ তাড়া

দিয়ে এটি লেখান। মুক্তিযুদ্ধ চলাকালে এটাই সম্ভবত

প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে লেখা প্রথম উপন্যাস। এ-

উপন্যাসে মুক্তিযুদ্ধের একেবারে প্রথমদিকের চালচিত্র

উঠে এসেছে।

সুত্র: কালি ও কলম পত্রিকা।

https://lxmcq.com/
Unfavorite

0

Updated: 6 months ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD