A
কুবলাই খান
B
চেঙ্গিস খান
C
তৈমুর লং
D
হালাকু খান
উত্তরের বিবরণ
- চেঙ্গিস খান ছিলেন মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি মঙ্গোল উপজাতিদের একত্রিত করে ইতিহাসের বৃহত্তম সংলগ্ন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
মঙ্গোল সাম্রাজ্য:
- মোঙ্গল সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত।
- ১২০৬ সালে মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- অর্থাৎ মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান। তার আসল নাম ছিলো তেমুজিন।
- চেঙ্গিস খান ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১২২৭ সালে মৃত্যুবরণ করেন।
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান।
- মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।

0
Updated: 1 week ago