A
অস্টারলিৎজের যুদ্ধ
B
ট্রাফালগারের যুদ্ধ
C
লিপজিগের যুদ্ধ
D
ওয়াটারলুর যুদ্ধ
উত্তরের বিবরণ
নেপোলিয়ন বোনাপার্ট
-
নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের অবিসংবাদিত সম্রাট এবং তুখোড় সেনাপ্রধান।
-
তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের নেতৃত্ব গ্রহণ করেন।
-
নেপোলিয়ন ফ্রান্সকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হন।
-
তাকে প্রায়শই ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।
ওয়াটারলু যুদ্ধ
-
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
-
এই যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে:
-
ব্রিটিশ বাহিনী, নেতৃত্বে ডিউক অফ ওয়েলিংটন
-
প্রুশিয়ান বাহিনী, নেতৃত্বে ভন ব্লুচার
-
-
এই চূড়ান্ত পরাজয়ের পর তাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।
-
সেখানেই ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় তিনি মৃত্যুবরণ করেন।

0
Updated: 1 week ago