A
ফিলিপাইন
B
ইন্দোনেশিয়া
C
কম্বোডিয়া
D
লাওস
উত্তরের বিবরণ
বান্দা আচেহ (Banda Aceh)
-
বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী।
-
এটি আচেহ নদীর তীরে এবং সুমাত্রা দ্বীপে অবস্থিত।
-
ঐতিহাসিকভাবে বান্দা আচেহকে ‘মক্কার প্রবেশপথ’ (“doorway to Mecca”) বলা হয়।
-
এখান থেকে জাহাজে মুসলিমরা সহজে পবিত্র মক্কায় যাতায়াত করতে পারতেন।
-
-
বিখ্যাত পর্যটকরা এখানে ভ্রমণ করেছেন:
-
মার্কো পোলো (১৩৪৫)
-
ইবনে বতুতা (১৩৪৬)
-
-
ইন্দোনেশিয়ার মুসলিম অধ্যুষিত দেশে আচেহ একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।

0
Updated: 1 week ago
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী? (জানুয়ারি, ২০২৫)
Created: 1 month ago
A
জেনারেল হাবিবি
B
মেঘবতী সুকর্ণপুত্রী
C
আবদুর রহমান ওয়াহিদ
D
জেনারেল বিরান্তো
চিহ্নিত উত্তরটি ভুল!
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]
ইন্দোনেশিয়া:
- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন প্রবোও সুবিয়ানতো।
⇒ ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন-ড. আহম্মদ সকৰ্ণ।
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
উৎস: Britannica, BBC.

0
Updated: 1 month ago