A
পাটলিপুত্র ও মথুরা
B
এথেন্স ও স্পার্টা
C
হরপ্পা ও মহেঞ্জোদারো
D
তাম্রলিপ্তি ও বারাণসী
উত্তরের বিবরণ
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল।
-
এ কারণে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়।
-
এটি অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি নামে পরিচিত।
-
বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের মন্টোগোমারী জেলার হরপ্পা শহরে এই সভ্যতা আবিষ্কার করেন।
-
সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে।
-
১৯২১ সালে পাঞ্জাবের হরপ্পা ও ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সভ্যতার নিদর্শন উন্মোচিত হয়।
-
এটি উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে পরিচিত।
প্রধান শহরসমূহ
-
হরপ্পা এবং মহেঞ্জোদারো।
-
এই শহরগুলো উন্নত নগর পরিকল্পনা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য পরিচিত।
-
মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এই সভ্যতার সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া গেছে।
বিস্তার
-
পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

0
Updated: 1 week ago
সিন্ধু সভ্যতার অপর নাম কী?
Created: 1 day ago
A
বৈদিক সভ্যতা
B
হরপ্পা সভ্যতা
C
ব্যাবিলনীয় সভ্যতা
D
সুমেরীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
১. নাম ও অবস্থান:
সিন্ধু সভ্যতার নাম এসেছে সিন্ধু নদীর অববাহিকা অঞ্চল থেকে।
এটিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বলা হয়।
২. আবিষ্কার ও প্রত্নতত্ত্ব:
২০শ শতকের শুরুতে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতে এবং দয়ারাম সাহানি হরপ্পায় এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন।
মূল আবিষ্কারস্থল:
মহেঞ্জোদারো (সিন্ধু প্রদেশ, পাকিস্তান)
হরপ্পা (মন্টোগোমারী জেলা, পাকিস্তান)
৩. বিস্তৃতি:
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।
বিস্তৃত এলাকা:
পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ
ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট
৪. প্রধান কেন্দ্রবিন্দু:
মহেঞ্জোদারো
হরপ্পা
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
Created: 3 days ago
A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
সিন্ধু সভ্যতা
No subjects available.
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 days ago