আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
A
ইরান
B
ইরাক
C
জর্ডান
D
সিরিয়া
উত্তরের বিবরণ
আলেপ্পো
-
আলেপ্পো হলো সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম শহর।
-
এটি আলেপ্পো মুহাফাযার (প্রদেশ) রাজধানী।
-
তুর্কি সীমান্ত থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত।
-
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে পারস্য আচেমেনিয়ান রাজবংশের দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
-
খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অধীনে সমৃদ্ধি অর্জন করে।
-
৬৩৭ খ্রিস্টাব্দে আরবরা জয়লাভ করে, এবং তখন শহরের পুরানো নাম হালাব ফিরে আসে।
-
আলেপ্পোর ঐতিহাসিক স্থাপনাগুলো ১৯৮৬ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হয়।
সিরিয়া
-
ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে, পশ্চিম এশিয়ায় অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
বিখ্যাত শহর: আলেপ্পো, ইদলিব, পালমিরা।
-
মুদ্রা: পাউন্ড।

0
Updated: 1 week ago
বান্দুং কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ভিয়েতনাম
C
থাইল্যান্ড
D
ইন্দোনেশিয়া
বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হিসেবে পরিচিত। এটি জাভা দ্বীপের পশ্চিম অংশে অবস্থিত।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৯৫৫ সালের ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত বান্দুং সম্মেলনের পরিপ্রেক্ষিতে নন-অ্যালাইন্ড মুভমেন্ট (ন্যাম) গঠন করা হয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ইরান
B
ইরাক
C
জর্ডান
D
সিরিয়া
আসছে

0
Updated: 1 month ago