A
১১০
B
১৫০
C
১২৫
D
১৬০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?
সমাধান:
ধরি
১২ এর ক শতাংশ ১৮ হবে
১২ এর ক% = ১৮
বা, ১২ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/১২
∴ ক = ১৫০

0
Updated: 1 week ago
দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
Created: 5 days ago
A
৪
B
২
C
৮
D
ছেদ করে না
দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

0
Updated: 5 days ago
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
Created: 1 week ago
A
খুবই হতাশাবোধ করবেন
B
বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
C
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
D
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
প্রশ্ন: ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব কমে যাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?
সমাধান:
এমন পরিস্থিতিতে সবচেয়ে ভালো উপায় হলো সংসারের প্রতি গভীর মনোযোগ দেওয়া। কারণ পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ ও আন্তরিকতা সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে এবং পারস্পরিক সম্মান ফিরিয়ে আনে।
অন্যদিকে, হতাশা প্রকাশ করা, রাগ দেখানো বা বন্ধুদের কাছে অভিযোগ করার মাধ্যমে আসল সমস্যার সমাধান হয় না। বরং তা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিতে পারে। তাই ইতিবাচক মনোভাব নিয়ে পরিবারের প্রতি মনোযোগী হওয়াই সঠিক সিদ্ধান্ত।
উৎস: পারিবারিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক নীতিমালা ও নৈতিক শিক্ষা।

0
Updated: 1 week ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 5 days ago
A
36
B
32
C
31
D
40
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35

0
Updated: 5 days ago