নিচের নম্বর সিরিজে কোনটি বসবে? ১, ২, ৮, ৪৮, ৩৮৪
A
১৯৮০
B
২৮৪০
C
৩৮৪০
D
৪৬২০
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৮৪
সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ × ২ = ২
৩য় পদ = ২ × ৪ = ৮
৪র্থ পদ = ৮ × ৬ = ৪৮
৫মপদ = ৪৮ × ৮ = ৩৮৪
৬ষ্ঠ পদ = ৩৮৪ × ১০ = ৩৮৪০

0
Updated: 1 month ago
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
Created: 1 month ago
A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।

0
Updated: 1 month ago
মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
Created: 2 weeks ago
A
সত্য
B
মিথ্যা
C
অনিশ্চিত
D
আংশিক সত্য
প্রথমেই বলা ভালো, এই প্রশ্নটি কনফিউজিং এবং মূলত প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর সঠিক উত্তর নির্ভর করছে। প্রশ্নটি দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা যায়। বিষয়গুলো নিম্নে তুলে ধরা হলো।
• প্রথম ক্ষেত্রে, যদি প্রশ্নের “প্রথম” শব্দটি বাদ দিয়ে ধরা হয়, তাহলে প্রশ্ন দাঁড়ায় – “মনে কর দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-”। এই অবস্থায় সরাসরি দ্বিতীয় উক্তিকে সত্য ধরা যায় এবং কোন কনফিউশন থাকে না।
• দ্বিতীয় ক্ষেত্রে, যেহেতু প্রশ্নে “প্রথম” শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি নির্দেশ করছে যে দুইটির পর আরো কিছু উক্তি আছে। অন্যথায়, “প্রথম” শব্দটি ব্যবহার করা অর্থহীন হয়ে যেত। যেমন কেউ বলতে পারবেনা – “আমার প্রথম দুটি চোখে পরিষ্কার দেখতে পাই”, কিন্তু কেউ বলতে পারেন – “আমি ১০টি আম কিনলাম, প্রথম দুটি আম বেশ মিষ্টি ছিল”।
• প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটিকে ট্রিকি করার জন্য “প্রথম” শব্দটি যুক্ত করেছেন।
• সেক্ষেত্রে, প্রথম দুটি উক্তি সত্য হলেও পরের উক্তিগুলো সত্য নাকি মিথ্যা সেটা বলা সম্ভব নয়। শেষের উক্তি সত্য, মিথ্যা বা যেকোনো কিছুই হতে পারে।
• তাই শর্ত বিশ্লেষণ করে এই প্রশ্নের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হলো “অনিশ্চিত”। বাকিটা নির্ভর করছে প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর।

0
Updated: 2 weeks ago
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 1 month ago
A
৯
B
১০
C
১১
D
১২
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, অর্থাৎ ৩টি দ্মপতি মিলে = ৩ × ২ = ৬ জন
মোট সন্তান = ২ দম্পতি × ২ জন করে সন্তান = ৪ জন
আমি নিজে = ১ জন
মোট লোকসংখ্যা = ৬ + ৪ + ১ = ১১ জন

0
Updated: 1 month ago