নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
A
৭
B
৩৪৩
C
৭৭
D
৪৯
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে = ক
এখন
৭/ক = ক/৩৪৩
বা, ক২ = ৭ × ৩৪৩
বা, ক২ = ২৪০১
বা, ক = √২৪০১
∴ ক = ৪৯

0
Updated: 1 month ago
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
Created: 1 month ago
A
১
B
১০
C
২৯
D
৪৮
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬
এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
L10
B
L15
C
K15
D
K8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে,
A এর পর দ্বিতীয় বর্ণ = C; C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6
দ্বিতীয় সারিতে,
G এর পর দ্বিতীয় বর্ণ = I; I এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8
তৃতীয় সারিতে,
M এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
Created: 1 month ago
A
চাঁদ
B
প্লুটো
C
মঙ্গল
D
পৃথিবী
প্রশ্নে চারটি নাম দেওয়া হয়েছে যার মধ্যে একটি ভিন্ন ধরনের। প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটি গ্রহ (Planet), কিন্তু তাদের মধ্যে প্লুটো বামন গ্রহ (Dwarf Planet)। ২০০৬ সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বর্তমানে এটি বামন গ্রহ হিসেবে স্বীকৃত। প্লুটো ছাড়াও সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি এবং সিরেস নামের কয়েকটি বামন গ্রহ আছে। অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ (Satellite)। তাই, এই চারটির মধ্যে ভিন্ন ধরনের হলো চাঁদ।
তথ্যগুলো সংক্ষেপে:
-
প্লুটো: বামন গ্রহ (Dwarf Planet), ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারায়
-
মঙ্গল ও পৃথিবী: পূর্ণাঙ্গ গ্রহ (Planet)
-
চাঁদ: উপগ্রহ (Satellite)
-
সৌরজগতে প্লুটো ছাড়াও বামন গ্রহ হিসেবে আছে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস
-
সঠিক উত্তর: চাঁদ

0
Updated: 1 month ago