নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
A
১৭
B
১৮
C
২০
D
২১
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ADF, △BDE, △CEF, △DEF, △DEO, △FEO, △BDO, △BEO, △BDP, △ODP, △BEP, △OEP, △CFO, △CEO, △OFQ, △CFQ, △OEQ, △CEQ এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ২০টি।

0
Updated: 1 month ago
স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -
Created: 4 weeks ago
A
ছিদ্ৰ
B
কাপড়
C
সুতা
D
সেলাই মেশিন
স্টেপলার মেশিনে কাগজের পাতা একত্র রাখতে স্টেপল (Staple) ব্যবহার করা হয়। স্টেপল হলো একটি ছোট, পাতলা তার যার তীর্যক প্রান্ত কাগজের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় এবং একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সমতল করা হয়।
অনুরূপভাবে, সূচ এবং সুতার মাধ্যমে কাপড় বা অন্যান্য বস্তু সেলাই করা হয়। এই ব্যাখ্যা থেকে বোঝা যায় যে, স্টেপল এবং সেলাই উভয়ই বস্তু বা যন্ত্রের সাহায্যে কিছু আটকানো বা যুক্ত করার প্রক্রিয়া, তবে এখানে ব্যবহৃত শব্দগুলো সবই বিশেষ্য, কারণ Staple ক্রিয়া নয়।
-
Staple হলো একটি ছোট, পাতলা তার যা কাগজের পাতা একত্র রাখতে ব্যবহৃত হয়।
-
স্টেপল সাধারণত ধারালো প্রান্তসহ হয়, যা কাগজের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়।
-
স্টেপলার মেশিনের সাহায্যে স্টেপল সমতল করা হয়।
-
অনুরূপভাবে, সেলাই হলো সূচ এবং সুতার মাধ্যমে কাপড় বা অন্যান্য বস্তু একত্র করার পদ্ধতি।
-
অপশনগুলোতে যেহেতু সব বিশেষ্য, তাই Staple ক্রিয়া মনে করলে সঠিক হবে না।
-
Cambridge Dictionary অনুযায়ী, Staple হলো “a short, thin piece of wire used to fasten sheets of paper together with sharp ends that are bent flat by a special device.”
-
Oxford Dictionary অনুযায়ী, Staple হলো “a piece of thin wire with two short right-angled end pieces which are driven by a stapler through sheets of paper to fasten them together।”

0
Updated: 4 weeks ago
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
Created: 1 month ago
A
QRPNF
B
NRMND
C
ORNMG
D
NRMNC
প্রশ্ন:
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as –
শব্দ LOYAL কে কোড করা হয়েছে এভাবে –
-
L → J (২ ধাপ পেছনে গেছে)
-
O → O (অপরিবর্তিত)
-
Y → W (২ ধাপ পেছনে)
-
A → A (অপরিবর্তিত)
-
L → J (২ ধাপ পেছনে)
অর্থাৎ এখানে নিয়ম হলো:
👉 প্রথম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 দ্বিতীয় অক্ষর অপরিবর্তিত
👉 তৃতীয় অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 চতুর্থ অক্ষর অপরিবর্তিত
👉 পঞ্চম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
এখন একই নিয়ম PRONE শব্দে প্রয়োগ করি –
-
P → N (২ ধাপ পেছনে)
-
R → R (অপরিবর্তিত)
-
O → M (২ ধাপ পেছনে)
-
N → N (অপরিবর্তিত)
-
E → C (২ ধাপ পেছনে)
সুতরাং, PRONE এর কোড হবে NRMNC
চূড়ান্ত উত্তর:
PRONE → NRMNC ✅

0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
Created: 1 month ago
A
৪ কেজি
B
৬ কেজি
C
৮ কেজি
D
১০ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = ৩ মি.
বামদিকের বস্তুর ওজন w1= ? কেজি
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ৪ মি.
ডানদিকের বস্তুর ওজন w2=৬ কেজি
এখন,
d1 × w1 = d2 × w2
বা, ৩ × w1 = ৪ × ৬
বা, w1 = (৪ × ৬)/৩
বা, w1 = ২৪/৩
∴ w1 = ৮

0
Updated: 1 month ago