A
TENSION
B
RELATION
C
NATIONAL
D
RELATIVE
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?

সমাধান:


0
Updated: 1 week ago
আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
Created: 5 days ago
A
৫ ফুট
B
৪ ফুট
C
৩ ফুট
D
২ ফুট
আপনি আয়নার সামনে ২ ফুট দূরে দাঁড়ালেন। সমতল আয়নার জন্য নিয়ম হলো:
যে দূরত্বে কোনো বস্তু আয়নার সামনে থাকে, তার প্রতিবিম্ব ঠিক ততদূরে আয়নার পিছনে গঠিত হয়।
অর্থাৎ, যদি আয়নার সামনে বস্তু থাকে দূরে, তবে আয়নার পেছনে তার প্রতিবিম্বও দূরে হবে।
-
এখানে, বস্তু বা আপনি আয়নার সামনে ২ ফুট দূরে আছেন।
-
তাই আয়নার পেছনে প্রতিবিম্বও ২ ফুট দূরে গঠিত হবে।
মোট দূরত্ব যা আমরা দেখতে পাই (বস্তু থেকে তার প্রতিবিম্ব পর্যন্ত):
তবে, যদি প্রশ্নে শুধুমাত্র আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব জানতে চাওয়া হয়, তাহলে সরাসরি উত্তর হবে ২ ফুট।
উৎস: Serway, Jewett, Physics for Scientists and Engineers, 10th Edition, Section on Plane Mirrors.

0
Updated: 5 days ago
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? ২, √৯, ৪, √২৫, ?
Created: 1 week ago
A
৬
B
৮
C
৩
D
৫
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, √৯, ৪, √২৫, ?
সমাধান:
২ → ২
√৯ → ৩
৪ → ৪
√২৫ → ৫
৬ → ৬
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।

0
Updated: 1 week ago
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
Created: 1 week ago
A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।

0
Updated: 1 week ago