নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
A
TENSION
B
RELATION
C
NATIONAL
D
RELATIVE
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?

সমাধান:


0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
Created: 1 month ago
A
চাঁদ
B
প্লুটো
C
মঙ্গল
D
পৃথিবী
প্রশ্নে চারটি নাম দেওয়া হয়েছে যার মধ্যে একটি ভিন্ন ধরনের। প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটি গ্রহ (Planet), কিন্তু তাদের মধ্যে প্লুটো বামন গ্রহ (Dwarf Planet)। ২০০৬ সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বর্তমানে এটি বামন গ্রহ হিসেবে স্বীকৃত। প্লুটো ছাড়াও সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি এবং সিরেস নামের কয়েকটি বামন গ্রহ আছে। অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ (Satellite)। তাই, এই চারটির মধ্যে ভিন্ন ধরনের হলো চাঁদ।
তথ্যগুলো সংক্ষেপে:
-
প্লুটো: বামন গ্রহ (Dwarf Planet), ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারায়
-
মঙ্গল ও পৃথিবী: পূর্ণাঙ্গ গ্রহ (Planet)
-
চাঁদ: উপগ্রহ (Satellite)
-
সৌরজগতে প্লুটো ছাড়াও বামন গ্রহ হিসেবে আছে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস
-
সঠিক উত্তর: চাঁদ

0
Updated: 1 month ago
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
Created: 1 month ago
A
QRPNF
B
NRMND
C
ORNMG
D
NRMNC
প্রশ্ন:
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as –
শব্দ LOYAL কে কোড করা হয়েছে এভাবে –
-
L → J (২ ধাপ পেছনে গেছে)
-
O → O (অপরিবর্তিত)
-
Y → W (২ ধাপ পেছনে)
-
A → A (অপরিবর্তিত)
-
L → J (২ ধাপ পেছনে)
অর্থাৎ এখানে নিয়ম হলো:
👉 প্রথম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 দ্বিতীয় অক্ষর অপরিবর্তিত
👉 তৃতীয় অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 চতুর্থ অক্ষর অপরিবর্তিত
👉 পঞ্চম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
এখন একই নিয়ম PRONE শব্দে প্রয়োগ করি –
-
P → N (২ ধাপ পেছনে)
-
R → R (অপরিবর্তিত)
-
O → M (২ ধাপ পেছনে)
-
N → N (অপরিবর্তিত)
-
E → C (২ ধাপ পেছনে)
সুতরাং, PRONE এর কোড হবে NRMNC
চূড়ান্ত উত্তর:
PRONE → NRMNC ✅

0
Updated: 1 month ago
‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
Created: 1 month ago
A
B
C
D
প্রশ্ন: ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
সমাধান:


0
Updated: 1 month ago