A
১২০১-১২৫০
B
১২০১-১৩৫০
C
১২৫০-১৩৫০
D
১২৫০-১৪৫০
No subjects available.
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ - ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে। ১২০৪ সালে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলে বাংলার প্রচলিত ধর্মীয় সংস্কৃতিতে বড় পরিবর্তন ঘটে। ব্রাহ্মণ ও বৌদ্ধশক্তির নেতৃত্ব চলে যায় মুসলমানদের হাতে। নেতৃত্ব পরিবর্তনে সাময়িকভাবে সৃষ্ট এই বিমূঢ় অবস্থার প্রেক্ষিতে তেমন কোনাে সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি, তাই ঐতিহাসিকদের মতে, এ সময়কে অন্ধকার যুগ বলে। এ যুগের প্রধান সাহিত্যকর্ম সমূহ প্রাকৃতপৈঙ্গল, শূন্যপুরাণ ও সেক শুভােদয়া।

1
Updated: 5 months ago