কোনটি শুদ্ধ বানান?
A
স্বশুর
B
শ্বসুর
C
শশুর
D
শ্বশুর
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান - শ্বশুর
শ্বশুর (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ: স্বামী বা স্ত্রীর পিতা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।
Created: 2 weeks ago
A
অপরিবর্তনীয় - বুদ্ধিসম্পর্কিত
B
রহস্যময় - মনস্তাত্ত্বিক
C
নিয়ন্ত্রিত - কিশোর
D
ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক
হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এত ঘনিষ্ঠভাবে যুক্ত যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার শিশুর প্রত্যক্ষণমূলক বিকাশকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
ঘনিষ্ঠভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক: হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি একে অপরের সঙ্গে interconnected, তাই হাতের সক্রিয় ব্যবহার শিশুর perceptual development বা প্রত্যক্ষণমূলক বিকাশকে ত্বরান্বিত করে। যেমন, দৃষ্টি-স্পর্শ সমন্বয়, স্থানিক বোধ এবং অন্যান্য ইন্দ্রিয়িক ক্ষমতার উন্নতি।
-
প্রত্যক্ষণ প্রক্রিয়া: পৃথিবীর যেকোনো বস্তু বা পরিস্থিতি সম্পর্কে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি—যেমন দেখা, শোনা, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদ নেওয়া—এই অভিজ্ঞতাই প্রত্যক্ষণ (perception)।
-
বৈজ্ঞানিক ব্যাখ্যা: মরগান, কিং ও রবিনসন (১৯৭৯) অনুযায়ী, প্রত্যক্ষণ হলো আমরা যেভাবে বিশ্বকে দেখি, শুনি, অনুভব করি বা স্বাদ/ঘ্রাণ গ্রহণ করি তার প্রক্রিয়া। এটি একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে শিশু ইন্দ্রিয়িক তথ্য থেকে জ্ঞানী ব্যাখ্যা তৈরি করতে পারে।
-
উপসংহার: শৈশবে হাতের সক্রিয় ব্যবহার প্রত্যক্ষণমূলক বিকাশকে ত্বরান্বিত করে, ফলে শিশুর দৃষ্টি, স্পর্শ ও মস্তিষ্কের সমন্বয় উন্নত হয়।
সুতরাং সঠিক জোড়া হলো: ঘনিষ্ঠভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক।

0
Updated: 2 weeks ago
নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
৭
B
৩৪৩
C
৭৭
D
৪৯
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে = ক
এখন
৭/ক = ক/৩৪৩
বা, ক২ = ৭ × ৩৪৩
বা, ক২ = ২৪০১
বা, ক = √২৪০১
∴ ক = ৪৯

0
Updated: 1 month ago
নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
Created: 1 month ago
A
TENSION
B
RELATION
C
NATIONAL
D
RELATIVE
প্রশ্ন: নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?

সমাধান:


0
Updated: 1 month ago