কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
A
ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
B
বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
C
পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
D
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
উত্তরের বিবরণ
-ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।

0
Updated: 1 month ago
ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
Created: 1 month ago
A
পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
B
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
C
এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
D
অন্য কোন কারণ আছে
প্রশ্ন: ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
সমাধান:
- উত্তর ক হবে না কারণ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে।
• পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে সাধারণত আরও দ্রুত পৌঁছানো যায় কারণ এই দিকের যাত্রায় বিমানের সুবিধা হয় জেট স্ট্রিম নামক দ্রুত বায়ুপ্রবাহের, যা সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে চলে। এর ফলে, পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেলে বিমানকে সহায়ক বাতাস মেলে, যা সময়কে কম করতে সাহায্য করে। অপরদিকে, পূর্ব থেকে পশ্চিমে উড়লে বাতাসের বিপরীত প্রবাহের কারণে সময় বেশি লাগতে পারে।
∴ সঠিক উত্তর ঘ) অন্য কোন কারণ আছে

0
Updated: 1 month ago
২ এর কত শতাংশ ৮ হবে?
Created: 1 month ago
A
২০০
B
৪০০
C
৩৪৫
D
৩০০
প্রশ্ন: ২ এর কত শতাংশ ৮ হবে?
সমাধান:
ধরি,
২ এর ক শতাংশ হবে ৮
প্রশ্নমতে,
∴ ২ এর ক/১০০ = ৮
বা, ২ক = ৮ × ১০০
∴ ক = ৪০০

0
Updated: 1 month ago
একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ -
বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
Created: 1 month ago
A
৬ : ১৫
B
৮ : ৪০
C
৭ : ২০
D
৭ : ৪০
প্রশ্ন: একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ -
বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
সমাধান:

বাস্তবে ৭ টা ২০ বাজে।

0
Updated: 1 month ago