A
৬
B
৮
C
৩
D
৫
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, √৯, ৪, √২৫, ?
সমাধান:
২ → ২
√৯ → ৩
৪ → ৪
√২৫ → ৫
৬ → ৬
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।

0
Updated: 1 week ago
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
Created: 2 days ago
A
পিছনে
B
সামনে
C
ডান পার্শ্বে
D
বাম পার্শ্বে
কোনো নৌকাকে দ্রুত এগিয়ে নিতে হলে বৈঠা পেছনের দিকে ব্যবহার করতে হয়। মাঝি যখন বৈঠা দিয়ে পানিকে পিছনের দিকে ঠেলে দেয়, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে (Action–Reaction Law) পানি বৈঠার ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে।
এই প্রতিক্রিয়া বলের সামনের দিকের উপাংশই নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। একইভাবে, মাঝি লগি দিয়ে ভূমিকে ঠেলে দিলে ভূমি সমান ও বিপরীত বল দেয়, যা নৌকাকে সামনের দিকে চালিত করে।
উৎস: নিউটনের গতি সূত্র (তৃতীয় সূত্র), পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর।

0
Updated: 2 days ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
প্রতিযোগিতা
B
সহযোগীতা
C
শ্রদ্ধাঞ্জলী
D
প্রতিযোগীতা
শুদ্ধ বানান - প্রতিযোগিতা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
Created: 5 days ago
A
৪ কেজি
B
৬ কেজি
C
৮ কেজি
D
১০ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = ৩ মি.
বামদিকের বস্তুর ওজন w1= ? কেজি
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ৪ মি.
ডানদিকের বস্তুর ওজন w2=৬ কেজি
এখন,
d1 × w1 = d2 × w2
বা, ৩ × w1 = ৪ × ৬
বা, w1 = (৪ × ৬)/৩
বা, w1 = ২৪/৩
∴ w1 = ৮

0
Updated: 5 days ago