প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে? ২, √৯, ৪, √২৫, ?
A
৬
B
৮
C
৩
D
৫
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২, √৯, ৪, √২৫, ?
সমাধান:
২ → ২
√৯ → ৩
৪ → ৪
√২৫ → ৫
৬ → ৬
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।

0
Updated: 1 month ago
রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
Created: 1 month ago
A
ঠেলে নিয়ে যাওয়া যায়
B
টেনে নিয়ে যাওয়া যায়
C
তুলে নিয়ে যাওয়া যায়
D
সমান সহজ হয়
প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে-
সমাধান:
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
প্রতিযোগিতা
B
সহযোগীতা
C
শ্রদ্ধাঞ্জলী
D
প্রতিযোগীতা
শুদ্ধ বানান - প্রতিযোগিতা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
Created: 1 month ago
A
ফারেনহাইট
B
তাপমাত্রা
C
চিকিৎসা
D
পারদ
প্রশ্ন: ঘড়ি : কাটা : থার্মোমিটার : ?
সমাধান:
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়।
তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।

0
Updated: 1 month ago