শব্দ : কর্ণ : : আলো : ?
A
শোনা
B
বুদ্ধি
C
চক্ষু
D
অন্ধকার
উত্তরের বিবরণ
প্রশ্ন: শব্দ : কর্ণ :: আলো : ?
সমাধান:
শব্দ যেমন কর্ণের মাধ্যমে শোনা যায়,তেমনি আলো চোখের মাধ্যমে দেখা হয়।

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
36
B
32
C
31
D
40
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35

0
Updated: 1 month ago
নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?
Created: 1 month ago
A
Conventional
B
Peculiar
C
Conservative
D
Traditional
শব্দগুলোর মধ্যে তিনটি এক ধরনের অর্থ বহন করে, আর একটি ভিন্ন। প্রতিটি শব্দের অর্থ ও ব্যাখ্যা-
-
Conventional (Adjective): সাধারণভাবে যা করা হয় বা বিশ্বাস করা হয় তার অনুসারে।
বাংলা অর্থ: গতানুগতিক, রীতিমাফিক, রীতিসম্মত। -
Peculiar (Adjective): যা স্বাভাবিক বা প্রত্যাশিত নয়, অদ্ভুত বা ভিন্ন।
বাংলা অর্থ: বৈশিষ্ট্যপূর্ণ, বিচিত্র, অপ্রচলিত। -
Conservative (Adjective): পরিবর্তন বা নতুনত্বের বিরুদ্ধে থাকা এবং ঐতিহ্যবাহী মূল্যবোধ ধরে রাখা।
বাংলা অর্থ: রক্ষণশীল, পরিবর্তনবিরোধী। -
Traditional (Adjective): কোনো ঐতিহ্যের অংশ হিসেবে বিদ্যমান; দীর্ঘকাল ধরে প্রচলিত।
বাংলা অর্থ: ঐতিহ্যবাহী, সনাতন।
Conventional, Conservative, এবং Traditional শব্দগুলো প্রায় সমগোত্রীয় অর্থ বহন করে। অন্যদিকে, Peculiar ভিন্ন অর্থের শব্দ।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
প্রতিযোগিতা
B
সহযোগীতা
C
শ্রদ্ধাঞ্জলী
D
প্রতিযোগীতা
শুদ্ধ বানান - প্রতিযোগিতা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago