A
শোনা
B
বুদ্ধি
C
চক্ষু
D
অন্ধকার
উত্তরের বিবরণ
প্রশ্ন: শব্দ : কর্ণ :: আলো : ?
সমাধান:
শব্দ যেমন কর্ণের মাধ্যমে শোনা যায়,তেমনি আলো চোখের মাধ্যমে দেখা হয়।

0
Updated: 1 week ago
বিভা : কিরণ : : সুবলিত : ?
Created: 2 days ago
A
সুবিদিত
B
সুগঠিত
C
সুবিনীত
D
বিধিত
প্রশ্ন: বিভা : কিরণ : : সুবলিত : ?
সমাধান:
এখানে,
'বিভা' শব্দের প্রতিশব্দ: 'কিরণ'।
'সুবলিত' শব্দের প্রতিশব্দ: 'সুগঠিত'।
অন্যদিকে,
'সুবিদিত' শব্দের অর্থ- উত্তমরূপে জ্ঞাত।
'সুবিনীত' শব্দের অর্থ- 'অত্যন্ত বিনীত'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 days ago
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
Created: 2 days ago
A
টেনে নেয়া ব্যক্তির
B
ঠেলে নেয়া ব্যক্তির
C
দু'জনের সমান কষ্ট হবে
D
কোনোটিই নয়
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে। এবং ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি।

0
Updated: 2 days ago
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
Created: 5 days ago
A
H
B
S
C
F
D
J
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
সমাধান:
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরটি R
সুতরাং R এর বামদিকে ১০ম অক্ষরটি H

0
Updated: 5 days ago