A
মাদার তেরেসা
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মারি ক্যুরি
D
অ্যানি বেসান্ত
উত্তরের বিবরণ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত।
-
তিনি ইতালির ফ্লোরেন্স শহরে ১৮২০ সালের ১২ মে জন্মগ্রহণ করেন।
-
১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন।
-
তিনি “Lady with the Lamp” নামে পরিচিত।
-
ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
১৮৬০ সালে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং’ নামে পরিচিত।
ক্রিমিয়ার যুদ্ধ ও অবদান
-
ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৩–১৮৫৬ সময়কালে সংঘটিত হয়।
-
তিনি যুদ্ধরত সৈন্যদের চিকিৎসা সেবায় এগিয়ে আসেন।
-
দিনের বেলায় কাজের পাশাপাশি রাতের বেলায় আহত সৈন্যদের সেবা দিতেন।
-
এ কারণে তিনি খ্যাতি পান “লেডি উইথ দ্য ল্যাম্প” নামে।
সম্মাননা ও পুরস্কার
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে প্রথম নারী হিসেবে তিনি ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে তিনি লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি পান।

0
Updated: 1 week ago