১৯১৭ সালের রুশ বিপ্লবের (Russian Revolution) নেতৃত্ব দিয়েছিলেন কারা?
A
মেনশেভিকরা
B
জারপন্থী বাহিনী
C
বলশেভিকরা
D
নৈরাজ্যবাদীরা
উত্তরের বিবরণ
১৯১৭ সালের রুশ বিপ্লব (Russian Revolution of 1917) আসলে দুটি পর্যায়ে সংঘটিত হয়েছিল:
১. ফেব্রুয়ারি বিপ্লব (March 1917, জুলিয়ান ক্যালেন্ডারে ফেব্রুয়ারি)
-
রাজতন্ত্রের পতন ঘটে, জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন।
-
অস্থায়ী সরকার গঠিত হয়।
-
নেতৃত্বে ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি।
২. অক্টোবর/বলশেভিক বিপ্লব (November 1917, জুলিয়ান ক্যালেন্ডারে অক্টোবর)
-
ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি অস্থায়ী সরকারকে উৎখাত করে।
-
লিওন ট্রটস্কি সামরিক কৌশলগত নেতৃত্ব দেন।
-
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
📌 তাই এক কথায়:
১৯১৭ সালের রুশ বিপ্লব = ফেব্রুয়ারি বিপ্লব + অক্টোবর/বলশেভিক বিপ্লব।

0
Updated: 1 month ago
১৯১৭ সালের রুশ বিপ্লবের (Russian Revolution) নেতৃত্ব দিয়েছিলেন -
Created: 1 month ago
A
জারপন্থী বাহিনী
B
মেনশেভিকরা
C
নৈরাজ্যবাদীরা
D
বলশেভিকরা
রুশ বিপ্লব (১৯১৭)
১. ফেব্রুয়ারি বিপ্লব:
-
সময়: ১৯১৭ সালের ফেব্রুয়ারি
-
নেতৃত্ব: আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)
-
ফলাফল: রাশিয়ার রাজতন্ত্রের অবসান, জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
২. বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
-
সময়: ১৯১৭ সালের অক্টোবর
-
নেতৃত্ব: ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
ফলাফল: জার শাসনের অবসান, লেনিনের নেতৃত্বে সোভিয়েত রাষ্ট্র প্রতিষ্ঠা, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন
সূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 month ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 1 month ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব (Russian Revolution)
সাল: ১৯১৭
ঘটনার ধাপ: মূলত দুটি বিপ্লব — ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক (অক্টোবর) বিপ্লব
মোটের ওপর প্রভাব: রাশিয়ার রাজতন্ত্রের পতন এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা
ফেব্রুয়ারি বিপ্লব (February Revolution)
রুশ বিপ্লবের প্রথম ধাপ
কারণ: ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গ) খাদ্য ঘাটতি এবং দাঙ্গা
প্রক্রিয়া: সেনাবাহিনী বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়
ফলাফল: দ্বিতীয় নিকোলাসের ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি, রাশিয়ায় রাজতন্ত্রের পতন
বলশেভিক বিপ্লব / অক্টোবর বিপ্লব (Bolshevik/October Revolution)
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ
প্রধান নেতা: ভ্লাদিমির লেনিন এবং লিওন ট্রটস্কি
ফলাফল: লেনিনের নেতৃত্বে রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা
তথ্যসূত্র: History.com & Britannica.com

0
Updated: 1 month ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 1 month ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago