জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ- 

Edit edit

A

ধূসর পাণ্ডুলিপি 

B

নাম রেখেছি কোমল গান্ধার 

C

একক সন্ধ্যায় বসন্ত 

D

অন্ধকারে একা

উত্তরের বিবরণ

img

ধূসর পাণ্ডুলিপি

  • ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬) জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ।

  • এই গ্রন্থের কবিতাগুলিতে জীবনানন্দীয় কাব্যের নিজস্ব বিষয়বস্তু, ছন্দের ভাঙন, ভাষার নির্মাণশৈলী এবং প্রতিমার স্বাতন্ত্র্যপূর্ণ রূপ স্পষ্টভাবে প্রকাশিত।

  • এই কাব্যগ্রন্থের মাধ্যমেই বাংলা আধুনিক কবিতায় জীবনানন্দ দাশ তাঁর স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করেন।

  • রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থ পাঠ করে একে ‘চিত্ররূপময় কবিতা’ বলে আখ্যা দেন।

● অন্যান্য কব্যগ্রন্থ:

  • ‘নাম রেখেছি কোমল গান্ধার’ – রচয়িতা: বিষ্ণু দে

  • ‘একক সন্ধ্যায় বসন্ত’ – রচয়িতা: সৈয়দ আলী আহসান

  • ‘অন্ধকারে একা’ (১৯৬৬) – রচয়িতা: মোহাম্মদ মাহফুজ উল্লাহ


● জীবনানন্দ দাশ:

  • রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি নামে পরিচিত জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।

  • তিনি ছিলেন একাধারে কবি ও শিক্ষাবিদ।

  • তাঁর আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে।

  • পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক; তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

  • মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন খ্যাতিমান কবি।

  • জীবনানন্দ ছিলেন তিরিশের কবিতা নামে পরিচিত রবীন্দ্র-প্রতিক্রিয়াশীল কাব্যধারার অন্যতম কবি।

  • তাঁর কবিতায় পাশ্চাত্য কবিদের প্রভাব লক্ষ্য করা যায়:

    • ‘মৃত্যুর আগে’ কবিতার সঙ্গে আইরিশ কবি W. B. Yeats-এর ‘The Falling of the Leaves’ কবিতার মিল রয়েছে।

    • ‘হায় চিল’ কবিতার সঙ্গে ইয়েটসের ‘He Reproves the Curlew’ কবিতার সাদৃশ্য রয়েছে।

    • ‘বনলতা সেন’ কবিতায় এডগার এলেন পো-র ‘To Helen’ কবিতার প্রভাব রয়েছে।

  • তাঁর লেখা ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগ্রামী বাঙালি জাতিকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

  • ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটি ১৯৫৩ সালে নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়।

  • তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থটি ১৯৫৪ সালে ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে।

  • জীবনানন্দ দাশ ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।


● জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:

  • ঝরাপালক

  • ধূসর পাণ্ডুলিপি

  • বনলতা সেন

  • মহাপৃথিবী

  • সাতটি তারার তিমির

  • রূপসী বাংলা

  • বেলা অবেলা কালবেলা


উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
বাংলাপিডিয়া

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে? 

Created: 2 weeks ago

A

ফররুখ আহমদ 

B

আহসান হাবিব 

C

শামসুর রাহমান

D

 হাসান হাফিজুর রহমান

Unfavorite

0

Updated: 2 weeks ago

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়? 

Created: 1 week ago

A

বিদ্রোহী 

B

আনন্দময়ীর আগমনে

C

 রক্তাম্বরধারিণী মা 

D

কোনটিই নয়

Unfavorite

0

Updated: 1 week ago

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক- 

Created: 1 month ago

A

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ 

B

ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

C

হরপ্রসাদ শাস্ত্রী 

D

ডক্টর সুকুমার সেন

Unfavorite

0

Updated: 1 month ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD