'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
A
মীর মশাররফ হোসেন
B
মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
C
মোজাম্মেল হক
D
রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরের বিবরণ
মোজাম্মেল হক ছিলেন মাসিক সাহিত্য পত্রিকা ‘মোস্লেম ভারত’ এর সম্পাদক।
মোস্লেম ভারত সম্পর্কে কিছু তথ্যঃ
-
এটি ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত একটি মাসিক সাহিত্য সাময়িকী।
-
পত্রিকার প্রথম সংখ্যা ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রকাশিত হয়।
-
ধর্ম-বর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশ পেত।
-
প্রতি সংখ্যার প্রথম পাতার উপরের অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী সংকলিত হতো।
-
কাজী নজরুল ইসলামের কবিপ্রতিভার বিকাশে ‘মোস্লেম ভারত’ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
-
কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস ‘বাঁধনহারা’-র প্রথম কিস্তি ‘মোস্লেম ভারত’-এর প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 5 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
Created: 3 months ago
A
তত্ত্ববোধিনী
B
সবুজপত্র
C
কল্লোল
D
ধূমকেতু
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১৯১৪ সালে (বাংলা ১৩২১ সালের ২৫ বৈশাখ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 3 months ago
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
বঙ্গদূত
B
জ্ঞানান্বেষণ
C
জ্ঞানাঙ্কুর
D
সংবাদ প্রভাকর
ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও এর মুখপাত্র
ইয়ং বেঙ্গল মূলত ইংরেজি শিক্ষা গ্রহণ করা বাঙালি যুবকদের একটি গোষ্ঠী, যারা নবচেতনার ভাবধারাকে উৎসাহিত করত। এই আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও।
গোষ্ঠীর মতাদর্শ ও চিন্তাভাবনা প্রকাশিত হতো বিভিন্ন পত্রিকায়, যেমন “জ্ঞানান্বেষণ” এবং “এনকোয়ারার”।
ইয়ং বেঙ্গলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:
-
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
-
রাধানাথ শিকদার
-
প্যারীচাঁদ মিত্র
-
তারাচাঁদ চক্রবর্তী
১৮৩৩ সালে মাইকেল মধুসূধন দত্ত হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজেই ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী গঠিত হয়। মধুসূধন দত্ত নিজেও এই গোষ্ঠীর প্রভাব দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার অধ্যাপক ডিরোজিওর স্বদেশপ্রেম এবং চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে গোষ্ঠীতে যোগ দেন।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ,বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago