A
আমি ভাত খাচ্ছি
B
আমি ভাত খেয়ে স্কুলে যাব
C
আমি দুপুরে ভাত খাই
D
তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তরের বিবরণ
• এখানে, 'আমি ভাত খাচ্ছি' এবং 'আমি দুপুরে ভাত খাই' দুইটি বাক্যেই সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে।
[অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।]
• ভাবপ্রকাশের দিক দিয়ে, বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়।
ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার:
• সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- ভালাে করে পড়াশােনা করবে।
অনুরূপভাবে: আমি ভাত খাচ্ছি।
• অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 2 months ago