A
Super Computer
B
Network
C
Server
D
Enterprise
উত্তরের বিবরণ
পার্সোনাল কম্পিউটার ও নেটওয়ার্ক
দুই বা ততোধিক পার্সোনাল কম্পিউটার একসাথে সংযুক্ত করলে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফাইল, প্রিন্টার এবং অন্যান্য তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন।
পার্সোনাল কম্পিউটারের উন্নয়নে মাইক্রোপ্রসেসর আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস তাঁর প্রতিষ্ঠান Micro Instrumentation and Telemetry Systems (MITS) থেকে বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার ‘Altair-8800’ উপস্থাপন করেন। এটিতে ব্যবহৃত হয় Intel-8080 মাইক্রোপ্রসেসর, যা পার্সোনাল কম্পিউটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে কী বলে?
Created: 6 days ago
A
এক্সিকিউশন
B
রানিং
C
ডকুমেন্টেশন
D
ট্রান্সলেশন
প্রোগ্রাম ডকুমেন্টেশন (Programme Documentation)
সংজ্ঞা:
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে ডকুমেন্টেশন বলা হয়।
মূল তথ্য:
-
ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run Programme বলা হয়।
-
ভবিষ্যতের ব্যবহার এবং রক্ষণের জন্য প্রোগ্রামকে লিপিবদ্ধ করা হয়।
-
আধুনিকীকরণের জন্য প্রোগ্রামের সঠিক ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন।
-
পেপার, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদির মাধ্যমে প্রোগ্রামকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
Complete প্রোগ্রাম ডকুমেন্টেশনের বিষয়সমূহ:
-
প্রোগ্রামের বর্ণনা
-
প্রোগ্রামের ফ্লোচার্ট
-
কোডিং
-
প্রোগ্রাম নির্বাহকালীন সময়ে করণীয় কাজের তালিকা
-
পরীক্ষণ ও ফলাফল

0
Updated: 6 days ago
OCR প্রযুক্তিতে ডাটা রূপান্তর কোন ফরম্যাটে হয়?
Created: 6 days ago
A
এনক্রিপটেড
B
টেক্সট
C
গ্রাফিক
D
ডাটাবেজ
OCR (Optical Character Recognition / Reader)
সংজ্ঞা:
OCR হলো একটি ইনপুট ডিভাইস, যা মুদ্রিত বা হাতের লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে টেক্সট ফরম্যাটে রূপান্তর করতে পারে।
মূল বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী:
-
OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
-
প্রিন্ট করা লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয়।
-
OCR সফটওয়্যার ব্যবহার করে কার্য সম্পাদিত হয়।
-
প্রক্রিয়া:
-
OCR যন্ত্র ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
-
OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তর করে।
-
ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
-

0
Updated: 6 days ago
Programme Debugging - এর উদ্দেশ্য কী?
Created: 6 days ago
A
নতুন প্রোগ্রাম তৈরি
B
কোড কপি করা
C
প্রোগ্রামের ভুল-ত্রুটি ঠিক করা
D
প্রোগ্রাম রান করা
Programme Debugging (প্রোগ্রাম ডিবাগিং)
সংজ্ঞা:
Programme Debugging-এর উদ্দেশ্য হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা।
মূল তথ্য:
-
Bug অর্থ: পোকা
-
Debugging অর্থ: পোকা দূর করা
-
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে, তা দূর করাকে ডিবাগিং বলা হয়।
-
ইতিহাস: ১৯৪৫ সালে MARK-I কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় এটি অচল হয়ে যায়। তখন থেকেই "Debugging" শব্দের উৎপত্তি।
ডিবাগিং পদ্ধতি:
-
প্রথমে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে তা নির্ণয় করা।
-
Syntax Error: সহজে শনাক্ত ও সংশোধন করা যায়।
-
Logical Error: শনাক্ত করা কঠিন।
-
এর জন্য নমুনা ডাটা ব্যবহার করে পরীক্ষা করা হয়।
-
প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের ফলাফল যাচাই করা হয়।
-
কোথায় ভুল আছে তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হয়।
-

0
Updated: 6 days ago