A
RAM
B
Clipboard
C
Terminal
D
Hard Disk
উত্তরের বিবরণ
ক্লিপবোর্ড এবং RAM-এর পার্থক্য
-
যখন কোনো প্রোগ্রাম থেকে ডেটা কপি করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।
-
ক্লিপবোর্ড হলো অস্থায়ী RAM-এর একটি অংশ, যেখানে ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার আগে সংরক্ষিত থাকে।
-
ক্লিপবোর্ডে সাধারণত তিনটি কমান্ড ব্যবহার হয়: Cut, Copy, Paste।
-
কম্পিউটার চালু থাকাকালীন ডেটা RAM-এ থাকে এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়।
-
অন্যদিকে, কিছু সফটওয়্যার নিজস্ব ক্লিপবোর্ড সুবিধা রাখে, যাতে ডেটা কেবল সেই সফটওয়্যারের মধ্যে তৎক্ষণাৎ ব্যবহার করা যায়।
-
সাধারণত প্রোগ্রামও RAM-এ লোড হয়, কিন্তু প্রোগ্রাম থেকে কপি করা ডেটা আলাদাভাবে ক্লিপবোর্ডে জমা হয়।
-
সহজভাবে বলা যায়, ক্লিপবোর্ড হলো RAM-এর একটি স্পেসিফিক অংশ, যা অস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 1 week ago