Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে?
A
Bill Gates
B
Tim Cook
C
Andrew S Grove
D
Lawrence J. Ellison
উত্তরের বিবরণ
Oracle Corporation
Oracle Corporation হলো একটি মার্কিন বহুজাতিক সফটওয়্যার কোম্পানি। এটি প্রধানত ডাটাবেস সফটওয়্যার এবং ক্লাউড প্রযুক্তিতে কাজ করে। কোম্পানিটি ল্যারি এলিসন, বব মাইনার এবং এড ওটস ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে Oracle মাইক্রোসফট এবং আইবিএম-এর পরে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 month ago
নিচের কোনটি Octal number নয়?
Created: 1 month ago
A
19
B
77
C
15
D
101
অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System)
-
অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো ৮।
-
এখানে মোট ৮টি অঙ্ক (Digit) ব্যবহৃত হয়। এগুলো হলো – ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭।
-
তাই ৯ বা এর বেশি কোনো সংখ্যা অক্টাল পদ্ধতিতে বৈধ নয়। যেমন – 101, 367, 452 হলো অক্টাল সংখ্যা; কিন্তু 19 অক্টাল নয়, কারণ এতে ‘৯’ আছে যা অক্টালে ব্যবহার করা যায় না।
-
অক্টাল সংখ্যায় দশমিক বিন্দুর (.) আগের অংশকে বলা হয় MSD (Most Significant Digit) বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, আর দশমিকের পরের অংশকে বলা হয় LSD (Least Significant Digit) বা কম গুরুত্বপূর্ণ অঙ্ক।
-
ঐতিহাসিকভাবে জানা যায়, অক্টাল সংখ্যা পদ্ধতি প্রথম চালু করেছিলেন সুইডেনের রাজা সপ্তম চার্লস।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
Created: 1 month ago
A
POP3
B
POP9
C
HTML
D
SMTP
POP3
-
POP3-এর পূর্ণরূপ হলো Post Office Protocol।
-
এটি মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল (যা ব্যবহারকারীর কাছে আসে) ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়।
-
ব্যবহারকারীরা যখন তাদের মেইল প্রাপ্তি করে, তখন POP3 সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণভাবে মেইল সার্ভারে POP বা IMAP এবং আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
SMTP
-
SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত আউটগোয়িং মেইল (যা ব্যবহারকারীর পক্ষ থেকে বাইরে পাঠানো হয়) পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
সহজভাবে বলতে গেলে, SMTP মেইলকে সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠানোর কাজ করে।
IMAP
-
IMAP-এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol।
-
IMAP ব্যবহার করে ব্যবহারকারী সরাসরি মেইল বক্সে প্রবেশ করতে পারে এবং মেইল সার্ভারে রেখে মেইল পড়তে বা পরিচালনা করতে পারে।
-
এটি POP3-এর চেয়ে সুবিধাজনক, কারণ মেইল সার্ভারে থাকা মেইল অনলাইনে একাধিক ডিভাইসে একইভাবে দেখা যায়।
HTML
-
HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।
-
এটি ওয়েবপেজে তথ্য প্রদর্শন ও ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।
-
HTML ফাইলের এক্সটেনশন সাধারণত .html বা .htm হয়।
-
১৯৯০ সালে Tim Berners-Lee জেনেভার CERN-এ কাজ করার সময় HTML প্রথম আবিষ্কার করেন।
-
HTML-এর সর্বশেষ সংস্করণ হলো HTML5, যা আধুনিক ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 month ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 1 month ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল (ইলেকট্রনিক মেইল)
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন প্রথমবারের মতো ইলেকট্রনিক মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ইমেইল সিস্টেম চালু করেন।
-
ইমেইল হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল বার্তা বা মেসেজ অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারে।
ইমেইলের মূল বৈশিষ্ট্য:
-
প্রতিটি ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
ইমেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত: ইউজার আইডি এবং ডোমেইন নেম।
-
উদাহরণ:
[email protected]
-
abc
→ ইউজার আইডি -
def.com
→ ডোমেইন নেম
-
-
ইমেইল প্রোটোকল:
-
ইমেইল সার্ভারগুলি সাধারণত POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য।
ইমেইলে ব্যবহৃত সংক্ষেপণ:
-
CC → Carbon Copy (যাকে অনুলিপি পাঠানো হয়)
-
BCC → Blind Carbon Copy (যাকে গোপনভাবে অনুলিপি পাঠানো হয়)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago