A
Bill Gates
B
Tim Cook
C
Andrew S Grove
D
Lawrence J. Ellison
উত্তরের বিবরণ
Oracle Corporation
Oracle Corporation হলো একটি মার্কিন বহুজাতিক সফটওয়্যার কোম্পানি। এটি প্রধানত ডাটাবেস সফটওয়্যার এবং ক্লাউড প্রযুক্তিতে কাজ করে। কোম্পানিটি ল্যারি এলিসন, বব মাইনার এবং এড ওটস ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে Oracle মাইক্রোসফট এবং আইবিএম-এর পরে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 week ago
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Created: 1 week ago
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
Created: 2 days ago
A
২৫৬টি
B
৪০৯৬টি
C
৬৫৫৩৬টি
D
৪২৯৪৯৬৭২৯৬টি
ইউনিকোড (Unicode)
-
ইউনিকোড হলো একটি 16-বিট আলফানিউমেরিক কোড, যার পূর্ণ নাম Universal Code।
-
এটি পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা ও চিহ্ন ডিজিটাল ডিভাইসে ব্যবহারের জন্য ব্যবহার করা হয়।
-
ইউনিকোডে প্রতিটি বর্ণের জন্য একটি বিশেষ সংখ্যা নির্ধারিত থাকে, যা 0000₁₆ থেকে 10FFFF₁₆ পর্যন্ত সীমার মধ্যে থাকে।
-
16-বিটের কারণে ইউনিকোডের মাধ্যমে মোট 65,536টি (2¹⁶) ভিন্ন চিহ্ন নির্দিষ্ট করা যায়।
-
এটি মানে, প্রতিটি ভাষার চিহ্নের জন্য সর্বোচ্চ 4 বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা সম্ভব।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 2 days ago
Wi MAX-এর পূর্ণরূপ কি?
Created: 5 days ago
A
Worldwide Interoperability for Microwave Access
B
Worldwide Internet for Microwave Access
C
Worldwide Interconection for Microwave Access
D
কোনোটিই নয়
ওয়াইম্যাক্স (WiMAX)
-
WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
-
এটি একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত এলাকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
WiMAX সাধারণত প্রায় ৫০ কিমি পর্যন্ত এলাকায় কভারেজ দিতে সক্ষম।
-
এর সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রায় ১০০০ Mbps পর্যন্ত হতে পারে।
-
WiMAX-এর কার্যকর ফ্রিকোয়েন্সি প্রায় ২ থেকে ৬৬ GHz পর্যন্ত থাকে।
-
এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 5 days ago