A
ভয়েস টেলিফোনি
B
ভিডিও কল
C
মোবাইল টিভি
D
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
উত্তরের বিবরণ
৪জি (4G) সংক্রান্ত তথ্য
-
৪জি মানে ফোর্থ জেনারেশন (চতুর্থ প্রজন্ম) মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
-
৪জি নেটওয়ার্কে ব্যবহারকারীরা পান উন্নত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্স, গেমিং সেবা, এইচডি মোবাইল টিভি, ৩ডি টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা।
-
যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেক্সটেল ২০০৮ সালে মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে, এবং মেট্রোপিসিএস ২০১০ সালে প্রথম এলটিই (LTE) সেবা শুরু করে।
-
বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে ৪জি (LTE) সেবা চালু হয়।
-
৩জি এবং ৪জি দুটোই তারবিহীন যোগাযোগের মাধ্যমে কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল টিভির সুবিধা দেয়।
-
তবে ৪জি-তে অতিরিক্ত সুবিধা হিসেবে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
নিচের কোনটি ডাটাবেজ language?
Created: 5 days ago
A
Oracle
B
C
C
MS-Word
D
কোনোটিই নয়
ডাটাবেজ ও ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ
ডাটাবেজ হলো তথ্য সংরক্ষণের একটি সিস্টেম বা তথ্যভান্ডার।
-
কম্পিউটার আবিষ্কারের আগে, তথ্য সাধারণত ফাইলের আকারে জমা রাখা হতো।
-
এখন তথ্যগুলি ডাটাবেজে সংরক্ষণ করা হয়, যা দ্রুত তথ্য খোঁজা, হালনাগাদ এবং বিশ্লেষণ সহজ করে।
ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের ধরন:
-
Data Definition Language (DDL)
-
এটি এমন একটি ল্যাঙ্গুয়েজ যা ডেটার প্রকার এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
-
-
Data Manipulation Language (DML)
-
ডেটা সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।
-
-
Query Language
-
তথ্য অনুসন্ধান ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: QUEL, QBE, SQL ইত্যাদি।
-
অন্যান্য উদাহরণ:
-
C – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
-
Oracle – ডাটাবেজ সংক্রান্ত সফটওয়্যার
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 5 days ago
"একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়"- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
Created: 2 days ago
A
AND
B
NOR
C
Ex-OR
D
OR
যদি Ex-OR Gate (XOR) গেটের ক্ষেত্রে উভয় ইনপুট এর মান সমান হলে, তবে লজিক সেটের আউটপুটের মান ০ হয়।তবে ইনপুট এর মান ভিন্ন হলে আউটপুট ১ হয়।
- AND, OR এবং NOR গেটের ক্ষেত্রে, উভয় ইনপুটের মান একই হলে আউটপুট 0 অথবা 1 দুইটিই হতে পারে।[ইনপুট দুইটি 0 হলে আউটপুট 0, ইনপুট দুইটি 1 হলে আউটপুট 1]


0
Updated: 2 days ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 1 week ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)

0
Updated: 1 week ago