মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
A
ভয়েস টেলিফোনি
B
ভিডিও কল
C
মোবাইল টিভি
D
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
উত্তরের বিবরণ
৪জি (4G) সংক্রান্ত তথ্য
-
৪জি মানে ফোর্থ জেনারেশন (চতুর্থ প্রজন্ম) মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
-
৪জি নেটওয়ার্কে ব্যবহারকারীরা পান উন্নত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্স, গেমিং সেবা, এইচডি মোবাইল টিভি, ৩ডি টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা।
-
যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেক্সটেল ২০০৮ সালে মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে, এবং মেট্রোপিসিএস ২০১০ সালে প্রথম এলটিই (LTE) সেবা শুরু করে।
-
বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে ৪জি (LTE) সেবা চালু হয়।
-
৩জি এবং ৪জি দুটোই তারবিহীন যোগাযোগের মাধ্যমে কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল টিভির সুবিধা দেয়।
-
তবে ৪জি-তে অতিরিক্ত সুবিধা হিসেবে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
TV Remote এর Carrier Frequency-র Range কত?
Created: 1 month ago
A
< 100 MHZ
B
< 1 GHZ
C
< 2 GHZ
D
Infra-red range-এর
ইনফ্রারেড (Infrared)
-
ইনফ্রারেড হলো এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি সাধারণত ৩০০ GHz থেকে ৪০০ THz এর মধ্যে থাকে।
-
খুব কাছাকাছি অবস্থান করা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়।
-
এই যোগাযোগে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার (সংকেত প্রেরক) ও একটি রিসিভার (সংকেত গ্রহণকারী)।
-
টেলিভিশন বা ভিসিআর-এর রিমোট কন্ট্রোল, এবং কী-বোর্ড, মাউস, প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগে ইনফ্রারেডের ব্যবহার দেখা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
Register
B
ROM
C
Flags
D
Output Unit
রেজিস্টার হলো একটি বিশেষ ধরণের মেমোরি ডিভাইস, যা মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অত্যন্ত দ্রুত ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এগুলো মূলত ফ্লিপ ফ্লপ (flip-flop) ব্যবহার করে তৈরি করা হয় এবং মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য অপরিহার্য।
অ্যাকিউমুলেটর হলো একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার, যা ALU-র ফলাফল রাখতে সহায়ক।
-
রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে, যা এর কাজের গতি বাড়ায়।
-
এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত (high speed)।
-
মাইক্রোপ্রসেসরের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য এর ভিতরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
-
রেজিস্টারের ধারণক্ষমতা মাইক্রোপ্রসেসর ভেদে ভিন্ন হতে পারে, যেমন ৪-বিট, ১৬-বিট, ৩২-বিট, ৬৪-বিট রেজিস্টার।
-
যেহেতু রেজিস্টার ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি, তাই এগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।
-
গাণিতিক ও যুক্তিমূলক ইউনিট (ALU) এর প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিকভাবে অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য অ্যাকিউমুলেটর (accumulator) ব্যবহার করা হয়।

0
Updated: 2 weeks ago
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
Created: 1 month ago
A
Email, DNS
B
MAC Address, IP
C
Domain name, IP
D
Email, IP
DNS সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। কারণ, সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য কঠিন, তাই সহজে ব্যবহারযোগ্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
-
ডোমেইন নেম:
-
এটি হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
-
উদাহরণস্বরূপ, www.google.com-এর আইপি অ্যাড্রেস হলো 216.58.212.164।
-
ডোমেইন নেমের বিভিন্ন অংশ থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা পৃথক করা হয়।
-
-
DNS সার্ভার:
-
DNS বা Domain Name System হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
-
যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন সেই নির্দেশনা DNS সার্ভারের কাছে পৌঁছে।
-

0
Updated: 1 month ago