সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
A
২০০৪
B
২০০৬
C
২০০৩
D
২০০৮
উত্তরের বিবরণ
টুইটার
-
টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে ‘X’।
-
টুইটারকে কখনও কখনও ‘ইন্টারনেটের এসএমএস’ ও বলা হয়।
-
সিইও: লিন্ডা ইয়াকারিনো, যিনি ৫ জুন ২০২৩ থেকে দায়িত্বে রয়েছেন।
-
প্রতিষ্ঠা: ২১ মার্চ, ২০০৬; চলু হয়: ১৫ জুলাই, ২০০৬।
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, এবং ইভান উইলিয়ামস।
-
টুইট: ফেসবুকের পোস্টের মতোই টুইটারে যে কোনো পোস্টকে ‘টুইট’ বলা হয়।
- অক্ষরের সীমা: প্রতি টুইট ২৮০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ (আগে ১৪০ অক্ষর ছিল)।উৎস: টুইটারের ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
Created: 1 month ago
A
Mouse
B
Microphone
C
Touch Screen
D
Printer
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
টাচস্ক্রিন
টাচস্ক্রিন এমন একটি ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট—দুটোর কাজই করে।
ইনপুট ডিভাইস
যে হার্ডওয়্যার বা যন্ত্রের মাধ্যমে কম্পিউটার বাইরের পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Light pen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস
কম্পিউটার প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর সামনে উপস্থাপন করার জন্য যে হার্ডওয়্যার ব্যবহৃত হয় তাকে আউটপুট ডিভাইস বলে।
উদাহরণ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট ও আউটপুট—দুটো কাজই করতে সক্ষম।
উদাহরণ:
Pendrive, Modem, Touchscreen ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
এক word কত বিট বিশিষ্ট হয়?
Created: 1 month ago
A
8
B
16
C
4
D
2
বিট (Bit)
-
কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে ছোট তথ্য একক হল বিট, যা হয় ০ বা ১।
-
ইংরেজি শব্দ Binary (দ্বৈত) এবং Digit (অঙ্ক) থেকে বিট শব্দটি এসেছে।
-
কম্পিউটারের মেশিন ভাষা সম্পূর্ণরূপে বিটের উপর ভিত্তি করে তৈরি।
-
এখানে ০ বিট নির্দেশ করে কম ভোল্টেজ (Low Voltage) এবং ১ বিট নির্দেশ করে বেশি ভোল্টেজ (High Voltage)।
বাইট (Byte)
-
৮টি বিট মিলে ১ বাইট তৈরি করে।
-
৮ বিট ব্যবহার করে যেকোন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়।
-
তাই বলা হয়, ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
কম্পিউটার ওয়ার্ড (Computer Word):
-
সংলগ্ন কয়েকটি বিট বা বাইটের সমষ্টিকে একটি ওয়ার্ড বলা হয়।
-
সাধারণত ১৬ বা ৩২ বিটকে ১ ওয়ার্ড ধরা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 1 month ago
ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?
Created: 2 weeks ago
A
HTTP
B
FTP
C
DNS
D
TCP/IP
TCP/IP প্রোটোকল হলো ইন্টারনেট সংযোগের জন্য সবচেয়ে সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রোটোকল, যা কম্পিউটারের মধ্যে ডাটা আদান-প্রদানের মূল মাধ্যম হিসেবে কাজ করে।
এটি নিশ্চিত করে যে ইন্টারনেটের যেকোনো কম্পিউটার অন্য কোনো কম্পিউটারের সঙ্গে সহজেই সংযুক্ত হতে পারে এবং তথ্য সঠিকভাবে প্রেরণ ও গ্রহণ করা যায়।
-
TCP/IP প্রোটোকল ইন্টারনেটে সর্বাধিক ব্যবহৃত হয়।
-
ইন্টারনেটের সকল কম্পিউটার ডাটা এবং কমান্ড আদান-প্রদানের জন্য TCP/IP ব্যবহার করে।
-
ইন্টারনেটে যেকোনো কম্পিউটার সহজেই অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে লোকাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, তারপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
-
ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের একটি IP Address থাকে, এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম (DNS) ব্যবহার করে চিহ্নিত করা হয়।

0
Updated: 2 weeks ago