নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
উত্তরের বিবরণ
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Created: 4 weeks ago
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
Register
B
ROM
C
Flags
D
Output Unit
রেজিস্টার হলো একটি বিশেষ ধরণের মেমোরি ডিভাইস, যা মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অত্যন্ত দ্রুত ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এগুলো মূলত ফ্লিপ ফ্লপ (flip-flop) ব্যবহার করে তৈরি করা হয় এবং মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য অপরিহার্য।
অ্যাকিউমুলেটর হলো একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার, যা ALU-র ফলাফল রাখতে সহায়ক।
-
রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে, যা এর কাজের গতি বাড়ায়।
-
এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত (high speed)।
-
মাইক্রোপ্রসেসরের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য এর ভিতরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
-
রেজিস্টারের ধারণক্ষমতা মাইক্রোপ্রসেসর ভেদে ভিন্ন হতে পারে, যেমন ৪-বিট, ১৬-বিট, ৩২-বিট, ৬৪-বিট রেজিস্টার।
-
যেহেতু রেজিস্টার ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি, তাই এগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।
-
গাণিতিক ও যুক্তিমূলক ইউনিট (ALU) এর প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিকভাবে অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য অ্যাকিউমুলেটর (accumulator) ব্যবহার করা হয়।

0
Updated: 2 weeks ago
Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
Queue
B
Stack
C
Union
D
Array
স্ট্যাক (Stack) এবং কিউ (Queue)
-
স্ট্যাক (Stack)
-
স্ট্যাক হলো একটি LIFO (Last In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি সর্বশেষ স্ট্যাকে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
স্ট্যাকে নতুন আইটেম যোগ করা হয় Push অপারেশনের মাধ্যমে।
-
স্ট্যাক থেকে আইটেম অপসারণ করা হয় Pop অপারেশনের মাধ্যমে।
-
-
কিউ (Queue)
-
কিউ হলো একটি FIFO (First In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি প্রথমে কিউতে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
-
অ্যারে (Array)
-
একই ধরনের ডেটার একটি ধারাবাহিক গুচ্ছকে অ্যারে বলা হয়।
-
উৎস: Computerhope Website.

0
Updated: 1 month ago