MICR-এর পূর্ণরূপ কি?
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)

0
Updated: 1 month ago
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
Created: 1 month ago
A
Registers
B
SSD
C
RAM
D
Cache memory
রেজিস্টার মেমোরি কম্পিউটারে সবচেয়ে দ্রুত ডাটা এক্সেসের ব্যবস্থা প্রদান করে। পিরামিড আকারে মেমোরি হায়ারার্কিতে, যেখানে শীর্ষে রেজিস্টার অবস্থান করে, সেখানে গতি সর্বাধিক হলেও ধারণক্ষমতা সীমিত এবং খরচ বেশি।
এর বিপরীতে, পিরামিডের পাদদেশে থাকা অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দাম তুলনামূলকভাবে কম। ক্যাশ মেমোরি CD এবং RAM-এর তুলনায় দ্রুততর ডাটা এক্সেস সক্ষমতা প্রদান করে।
-
রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল বর্তনী।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n-বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
-
রেজিস্টার মেমোরির এক্সেস সময় সবচেয়ে কম।
-
রেজিস্টার প্রসেসরের নিকটতম অবস্থানে থাকায় এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলকভাবে সর্বাধিক।

0
Updated: 1 month ago
GPU-এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
Graph Processing Unit
B
Graphic Processing Unit
C
Graphics Processing Unit
D
Geographical Processing Unit
GPU বা Graphics Processing Unit হলো একটি বিশেষ ধরনের প্রসেসর যা গ্রাফিক্স এবং ভিডিও সংক্রান্ত কাজের জন্য ডিজাইন করা। এটি মূলত গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও প্রোসেসিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে ভিডিও গেমস খেলার ক্ষেত্রে GPU এর ব্যবহার অত্যন্ত সাধারণ।
-
পূর্ণরূপ: GPU = Graphics Processing Unit
-
মূল কাজ: গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করা
-
ব্যবহার: ভিডিও গেমস খেলা এবং অন্যান্য গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন

0
Updated: 2 weeks ago
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Created: 1 month ago
A
এ্যলুমিনিয়াম
B
প্লাসটিক
C
সিলিকন
D
কোনোটিই নয়
কম্পিউটারের মূল মেমোরি (Primary Memory) তৈরিতে সিলিকন নামক পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌল হলো এই সিলিকন। আধুনিক কম্পিউটার প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রধান কারণ হলো ইন্টিগ্রেটেড সার্কিট (IC), যা মূলত সিলিকন দিয়েই তৈরি হয়।
সিলিকন অন্যান্য পদার্থের তুলনায় সহজলভ্য, কম খরচে পাওয়া যায় এবং অন্য উপাদানের সাথে সহজে মিশে ব্যবহার করা যায়। এ কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকনের ব্যাপক ব্যবহার রয়েছে।
উৎস: Illinois Institute of Technology Website

0
Updated: 1 month ago