A
Read-out
B
Read from
C
Read
D
উপরের সবগুলোই
উত্তরের বিবরণ
মেমরি
মেমরি হলো কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি আসলে অসংখ্য ক্ষুদ্র স্মৃতি কোষ (memory cell) নিয়ে গঠিত, যেখানে প্রতিটি কোষে একটি বিট তথ্য (০ অথবা ১) সংরক্ষণ করা যায়।
কম্পিউটারের ভেতরে যে জায়গায় ডেটা স্থায়ী বা অস্থায়ীভাবে জমা থাকে, সেটিকেই মেমরি বলা হয়। প্রক্রিয়াকরণের সুবিধার্থে তথ্য মেমরিতে জমা রাখা হয়, যাতে প্রয়োজনের সময় সহজে ব্যবহার করা যায়।
মেমরি থেকে সংরক্ষিত তথ্য বের করার প্রক্রিয়াকে Read বলা হয়। আমরা যখন কোনো তথ্য কম্পিউটারে সংরক্ষণ করি, তখন সেটি মেমরিতে সেভ হয়ে যায় এবং পরে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার সেটি মেমরি থেকে read করে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 week ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 6 days ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 6 days ago
"Planimeter" কোন ধরনের কম্পিউটার?
Created: 12 hours ago
A
মিনি কম্পিউটার
B
হাইব্রিড কম্পিউটার
C
অ্যানালগ কম্পিউটার
D
ডিজিটাল কম্পিউটার
Planimeter → অ্যানালগ কম্পিউটার
সংজ্ঞা:
"Planimeter" হলো একটি অ্যানালগ কম্পিউটার। এটি মূলত যান্ত্রিক বা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করতে ব্যবহৃত হয়।ব্যবহার:
Planimeter একটি সরল যান্ত্রিক সরঞ্জাম যা বিভিন্ন আকৃতির পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ধারণে সাহায্য করে। এটি প্রধানত ভৌত, প্রকৌশল বা মানচিত্র সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।অ্যানালগ কম্পিউটার বৈশিষ্ট্য:
বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণ সম্পাদন করে।
তথ্য প্রক্রিয়াকরণে ক্রমাগত পরিবর্তনশীল (Continuous) সিগন্যাল ব্যবহার করে, ডিজিটাল কম্পিউটারের মতো সংখ্যা আকারে নয়।
ফলাফল সাধারণত মিটার, ওসিলোস্কোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।
উদাহরণ:
Planimeter
মোটরগাড়ির স্পিডোমিটার
স্লাইড রুল
অপারেশনাল অ্যামপ্লিফায়ার
সঠিক উত্তর: গ) অ্যানালগ কম্পিউটার
উৎস:
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওয়েবসাইট
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 12 hours ago
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
Created: 1 week ago
A
Super Computer
B
Network
C
Server
D
Enterprise
পার্সোনাল কম্পিউটার ও নেটওয়ার্ক
দুই বা ততোধিক পার্সোনাল কম্পিউটার একসাথে সংযুক্ত করলে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফাইল, প্রিন্টার এবং অন্যান্য তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন।
পার্সোনাল কম্পিউটারের উন্নয়নে মাইক্রোপ্রসেসর আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস তাঁর প্রতিষ্ঠান Micro Instrumentation and Telemetry Systems (MITS) থেকে বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার ‘Altair-8800’ উপস্থাপন করেন। এটিতে ব্যবহৃত হয় Intel-8080 মাইক্রোপ্রসেসর, যা পার্সোনাল কম্পিউটারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago