একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
A
অর্থ সাশ্রয়
B
সময় সাশ্রয়
C
স্থানের সাশ্রয়
D
উপরের সবকটি
উত্তরের বিবরণ
অর্থ সাশ্রয়
- একই ধরনের বহুল ডিভাইস ক্রয়ের পরিবর্তে সবার মধ্যে ভাগ করে নেওয়ার ফলে অনেক বেশি অর্থ সাশ্রয় করা সম্ভব।
- প্রতি ব্যবহারকারীকে আলাদাভাবে ডিভাইস কিনতে হবে না।
সময় সাশ্রয়
- ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার ফলে সময়ের অপচয় রোধ করা সম্ভব হয়।
উদাহরণস্বরূপ, একই সময়ে প্রিন্টার শেয়ার করলে কাজের সময়ের অপচয় রোধ করা যায়।
স্থানের সাশ্রয়
- ডিভাইসগুলো একই স্থানে ভাগাভাগি করে নেওয়ার ফলে কম জায়গায় বেশি কাজ চালানো সম্ভব হয়।
- প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদা ডিভাইস রাখতে হবে না।
তাই, একটি প্রতিষ্ঠানে ডিভাইস শেয়ারিং বা ভাগাভাগি করার প্রধান সুবিধা হলো অর্থ, সময় এবং স্থানের সাশ্রয়।

0
Updated: 1 month ago
TV Remote এর Carrier Frequency-র Range কত?
Created: 1 month ago
A
< 100 MHZ
B
< 1 GHZ
C
< 2 GHZ
D
Infra-red range-এর
ইনফ্রারেড (Infrared)
-
ইনফ্রারেড হলো এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি সাধারণত ৩০০ GHz থেকে ৪০০ THz এর মধ্যে থাকে।
-
খুব কাছাকাছি অবস্থান করা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়।
-
এই যোগাযোগে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার (সংকেত প্রেরক) ও একটি রিসিভার (সংকেত গ্রহণকারী)।
-
টেলিভিশন বা ভিসিআর-এর রিমোট কন্ট্রোল, এবং কী-বোর্ড, মাউস, প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগে ইনফ্রারেডের ব্যবহার দেখা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
Created: 1 month ago
A
Email, DNS
B
MAC Address, IP
C
Domain name, IP
D
Email, IP
DNS সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। কারণ, সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য কঠিন, তাই সহজে ব্যবহারযোগ্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
-
ডোমেইন নেম:
-
এটি হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
-
উদাহরণস্বরূপ, www.google.com-এর আইপি অ্যাড্রেস হলো 216.58.212.164।
-
ডোমেইন নেমের বিভিন্ন অংশ থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা পৃথক করা হয়।
-
-
DNS সার্ভার:
-
DNS বা Domain Name System হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
-
যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন সেই নির্দেশনা DNS সার্ভারের কাছে পৌঁছে।
-

0
Updated: 1 month ago
নিচের কোনটি Open Source DBMS?
Created: 1 month ago
A
MySQL
B
Microsoft SQL Server
C
Microsoft Access
D
Oracle
MySQL একটি জনপ্রিয় ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা Oracle Corporation দ্বারা ডেভেলপ, ডিস্ট্রিবিউট ও সাপোর্ট করা হয়। এটি ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার সুবিধা প্রদান করে।
-
DBMS (Database Management System) হলো একটি সফটওয়্যার সিস্টেম যা পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
-
DBMS ব্যবহার করে ডেটা সংরক্ষণ, নিরাপত্তা প্রদান এবং আধুনিকায়ন করা সম্ভব।
-
এটি ব্যবহারকারী ও ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং ডেটার কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে।
জনপ্রিয় ওপেন সোর্স DBMS-এর মধ্যে কয়েকটি হলো:
-
Altibase
-
MySQL
-
PostgreSQL
-
MariaDB
-
MongoDB
-
Cassandra
-
SQLite
-
Cubrid

0
Updated: 1 month ago