কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
A
Input
B
Out put
C
উভয়েই
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
ইনপুট ডিভাইস (Input Devices)
যে সব যন্ত্রাংশ ব্যবহার করে কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড
-
মাউস
-
স্ক্যানার
-
OMR (Optical Mark Reader)
-
OCR (Optical Character Reader) ইত্যাদি
আউটপুট ডিভাইস (Output Devices)
যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা ফলাফল গ্রহণ করা হয়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর
-
প্রিন্টার
-
প্রজেক্টর
-
স্পিকার
-
প্লটার ইত্যাদি
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
কিছু ডিভাইস রয়েছে যেগুলো একই সঙ্গে ইনপুট ও আউটপুট উভয় কাজ করে।
উদাহরণ:
-
হেডফোন
-
ডিজিটাল ক্যামেরা
-
মডেম
-
টাচস্ক্রিন ইত্যাদি
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
কোনটি একটি সফট কপি আউটপুট ডিভাইস?
Created: 3 weeks ago
A
মনিটর
B
প্রিন্টার
C
প্লটার
D
উপরের সবগুলো
সফট কপি আউটপুট ডিভাইস হলো এমন একটি ডিভাইস যা তথ্য প্রদর্শন করে কিন্তু সরাসরি কাগজে ছাপায় না। এই ধরনের ডিভাইস ব্যবহারকারীকে তথ্য দেখতে সাহায্য করে, কিন্তু স্থায়ী রেকর্ড তৈরি করে না। প্রদত্ত অপশনগুলোর মধ্যে মনিটর একটি সফট কপি আউটপুট ডিভাইস। মনিটর কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্যকে আলো ব্যবহার করে ডিসপ্লেতে প্রদর্শন করে, যা ব্যবহারকারী পর্যবেক্ষণ করতে পারে। অন্যদিকে, প্রিন্টার এবং প্লটার হার্ড কপি আউটপুট ডিভাইস, কারণ তারা তথ্যকে কাগজে ছাপিয়ে স্থায়ী রেকর্ড তৈরি করে। সুতরাং সফট কপির উদাহরণ হিসেবে মনিটরই সঠিক উত্তর।
পেরিফেরাল ডিভাইস:
-
পেরিফেরাল ডিভাইস হলো এমন একটি ডিভাইস যা কম্পিউটারের প্রধান ইউনিট (CPU)-এর সাথে সংযুক্ত হয়ে ইনপুট বা আউটপুট প্রদান করে।
-
পেরিফেরাল ডিভাইস সাধারণত তিন ধরনের হয়:
১. ইনপুট ডিভাইস – ব্যবহারকারীর তথ্য কম্পিউটারে প্রেরণ করে (যেমন কীবোর্ড, মাউস)।
২. আউটপুট ডিভাইস – কম্পিউটারের তথ্য ব্যবহারকারীকে প্রদর্শন বা প্রিন্ট করে (যেমন মনিটর, প্রিন্টার)।
৩. স্টোরেজ ডিভাইস – তথ্য সংরক্ষণ ও পুনঃপ্রাপ্তি নিশ্চিত করে (যেমন হার্ড ডিস্ক, USB ফ্ল্যাশ ড্রাইভ)।
চাওয়াতে আমি চাইলে সফট কপি এবং হার্ড কপি ডিভাইসের তুলনামূলক সুবিধা ও উদাহরণও সংযোজন করতে পারি।

0
Updated: 2 weeks ago
একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
Created: 1 month ago
A
compiler
B
loader
C
operating system
D
bootstrap
অপারেটিং সিস্টেম (Operating System)
-
একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে কোনো অপারেটিং সিস্টেম না থাকে।
-
অপারেটিং সিস্টেম (OS) হল সেই বিশেষ প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি সিস্টেম সফটওয়্যার হিসেবে পরিচিত।
-
সহজভাবে বলতে গেলে, অপারেটিং সিস্টেম ব্যবহারকারী, হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে একটি সেতুবন্ধনের ভূমিকা পালন করে এবং বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে।
অপারেটিং সিস্টেমের গুরুত্ব
-
কম্পিউটার পরিচালনা ও নিয়ন্ত্রণ:
-
কম্পিউটার বুট করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সব কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে চলে।
-
-
হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন:
-
এটি ব্যবহারকারীকে সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে যোগাযোগ না করিয়ে, কাজগুলো সহজে সম্পন্ন করে।
-
-
সিস্টেমের অভ্যন্তরীণ কাজের তত্ত্বাবধান:
-
কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্রম, যেমন ইনপুট-আউটপুট পরিচালনা, প্রোগ্রাম ব্যবস্থাপনা, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ ইত্যাদি অপারেটিং সিস্টেমের মাধ্যমে ঘটে।
-
-
ত্রুটি শনাক্ত ও তথ্য সংরক্ষণ:
-
হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত ত্রুটি নির্ণয় এবং তথ্য সংরক্ষণও অপারেটিং সিস্টেমের মাধ্যমে করা হয়।
-
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
Programme Debugging - এর উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
নতুন প্রোগ্রাম তৈরি
B
কোড কপি করা
C
প্রোগ্রামের ভুল-ত্রুটি ঠিক করা
D
প্রোগ্রাম রান করা
Programme Debugging (প্রোগ্রাম ডিবাগিং)
সংজ্ঞা:
Programme Debugging-এর উদ্দেশ্য হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা।
মূল তথ্য:
-
Bug অর্থ: পোকা
-
Debugging অর্থ: পোকা দূর করা
-
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে, তা দূর করাকে ডিবাগিং বলা হয়।
-
ইতিহাস: ১৯৪৫ সালে MARK-I কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় এটি অচল হয়ে যায়। তখন থেকেই "Debugging" শব্দের উৎপত্তি।
ডিবাগিং পদ্ধতি:
-
প্রথমে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে তা নির্ণয় করা।
-
Syntax Error: সহজে শনাক্ত ও সংশোধন করা যায়।
-
Logical Error: শনাক্ত করা কঠিন।
-
এর জন্য নমুনা ডাটা ব্যবহার করে পরীক্ষা করা হয়।
-
প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের ফলাফল যাচাই করা হয়।
-
কোথায় ভুল আছে তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হয়।
-

0
Updated: 1 month ago