Who is the author of the play "Riders to the Sea"?
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
উত্তরের বিবরণ
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago
Although he was injured, he kept running. [Compound]
Created: 3 weeks ago
A
He was injured, yet he kept running.
B
He was injured, but yet he kept running.
C
He was injured, so yet he kept running.
D
He was injured, he kept running.
“Though/Although” যুক্ত complex sentence কে compound sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন Although he was injured, he kept running কে compound sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
Though/Although যুক্ত complex sentence-এর দুইটি independent clause আলাদা করতে হবে।
-
দুইটি clause-এর মধ্যে but বা yet ব্যবহার করতে হবে, কারণ এই conjunction-গুলো contrast বা বিপরীত অর্থ বোঝায়।
-
অর্থাৎ, দুইটি clause যদি পরস্পর বিপরীত অর্থ বহন করে, তখন but/yet ব্যবহার করে compound sentence তৈরি করতে হয়।
Structure:
Independent clause + but/yet + independent clause
উদাহরণ:
Complex: Though he is poor, he is honest.
Compound: He is poor but honest.
ভুল বিকল্পগুলো এবং কারণ:
-
He was injured, but yet he kept running
-
এখানে but yet ব্যবহার করা হয়েছে, যা অপ্রয়োজনীয় এবং ভুল, কারণ উভয়ই contrast বোঝায়।
-
সাধারণভাবে একটিমাত্র coordinating conjunction ব্যবহার করা উচিত।
-
-
He was injured, so yet he kept running
-
এখানে so ব্যবহার করা হয়েছে, যার অর্থ “ফলস্বরূপ”, কিন্তু sentence-এর অর্থ হলো বিপরীত, তাই এটি ভুল।
-
so yet একসাথে ব্যবহার করা অর্থগত ও ব্যাকরণগতভাবে সঠিক নয়।
-
-
He was injured, he kept running
-
এখানে দুইটি independent clause আছে কিন্তু coordinating conjunction নেই, তাই এটি ব্যাকরণগতভাবে ভুল।
-
সঠিকভাবে লিখতে হলে but বা yet ব্যবহার করতে হবে।
-
Source:

0
Updated: 3 weeks ago
“The Solitary Reaper” by Wordsworth is a famous-
Created: 1 month ago
A
Drama
B
Narrative poem
C
Epic
D
Lyric poetry
“The Solitary Reaper” হলো William Wordsworth-এর একটি বিখ্যাত Lyric poetry, যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগকে কেন্দ্র করে লেখা।
-
Lyric poetry হলো সংক্ষিপ্ত, আবেগপ্রবণ এবং সঙ্গীতধর্মী কবিতা, যা মূলত কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা অভিজ্ঞতা প্রকাশ করে।
-
এটি সাধারণত গল্প বলার (narrative) বা বর্ণনাধর্মী (descriptive) নয়, বরং ভাবপ্রধান ও অন্তর্মুখী হয়।
-
Wordsworth-এর The Solitary Reaper-এ দেখা যায়, কবি একাকী ফসল কাটতে যাওয়া এক মেয়ের গানের মাধুর্যে মুগ্ধ হয়ে নিজের আবেগ ও চিন্তা প্রকাশ করেছেন।
-
Lyric poetry-এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ, যা এই কবিতায় সুস্পষ্ট।
অন্যান্য কবিতার ধরন
-
Narrative poem (কথাসাহিত্যিক কবিতা): গল্প বলার জন্য লেখা কবিতা, যার মধ্যে চরিত্র, ঘটনা বা কাহিনী থাকে।
-
উদাহরণ: The Rime of the Ancient Mariner।
-
-
Epic (মহাকাব্য): দীর্ঘ কবিতা যা মহান নায়ক ও তার সাহসিক কাজের কাহিনী তুলে ধরে।
-
উদাহরণ: Paradise Lost, The Iliad।
-

0
Updated: 1 month ago
"Silence is the sleep that nourishes wisdom."
Who said this?
Created: 1 month ago
A
Alexander Pope
B
Francis Bacon
C
William Shakespeare
D
William Wordsworth
• Francis Bacon said, "Silence is the sleep that nourishes wisdom."
- The quotation comes from Francis Bacon’s Apophthegms (1625) — a collection of short, witty sayings, observations, and wise remarks.
• Francis Bacon:
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- তিনি একজন lawyer, statesman, philosopher, এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
- Francis Bacon কে father of English Essay ও বলা হয়ে থাকে।
• His famous quotes:
- “Revenge is a kind of wild justice”
- “Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
- “Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
- “It is impossible to love and to be wise.”
- “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
- “Prosperity doth best discover vice, but adversity doth best discover virtue.”
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- “Money is a good servant but a bad master.”
- “The remedy is worse than the disease.”
- "Silence is the sleep that nourishes wisdom."
- “Hope is a good breakfast, but it is a bad supper.”

0
Updated: 1 month ago