Choose the appropriate alternative to complete the sentence. ‘He had a—of fever.’
A
strong attack
B
severe attack
C
serious kind
D
bad attack
উত্তরের বিবরণ
English Meaning: causing very great pain, difficulty, worry, damage, etc.; very serious:
Bangla Meaning: তীব্র, কঠোর। সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
He had a severe attack of fever – সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়।
0
Updated: 2 weeks ago
I was so angry that I took the watch broken to the jewelers to get my money back
Created: 1 day ago
A
watch broken
B
took
C
get my money
D
so angry
নাউন এর আগে অ্যাডজেকটিভ বসে, তাই "watch broken" এর পরিবর্তে "broken watch" হবে সঠিক।
-
সাধারণত, ইংরেজিতে নাউন এর আগে অ্যাডজেকটিভ ব্যবহৃত হয়।
-
"broken" এখানে অ্যাডজেকটিভ হিসেবে কাজ করছে, যা "watch" (নাউন) এর গুণাবলী বা অবস্থা বর্ণনা করছে।
-
অ্যাডজেকটিভ এবং নাউনের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করা বাক্যের সঠিকতা নিশ্চিত করে।
-
"broken" এর মানে হল ভাঙা বা খারাপ হওয়া, যা "watch"-এর অবস্থা বুঝাচ্ছে।
0
Updated: 1 day ago
Complete the sentence with an appropriate clause: If you had lost your job, ____
Created: 1 week ago
A
what will you be doing
B
what would you have done
C
what would you do
D
what will you do
0
Updated: 1 week ago
Select the grammatically correct sentence.
Created: 1 month ago
A
Neither the chairman nor the members are present.
B
Neither the chairman and nor the members are present.
C
Not the chairman definitely nor the members are present.
D
Neither the chairman or the members are present.
Correct Sentence: Neither the chairman nor the members are present.
-
এখানে "Neither --- nor" Co-relative Conjunction ব্যবহার করা হয়েছে।
-
Neither --- nor দ্বারা দুটি noun বা pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
-
যেহেতু বাক্যে শেষে the members আছে (যা plural noun), তাই এখানে are ব্যবহার হয়েছে।
-
"Neither --- nor" দুইটি উপাদানের মধ্যে negative relationship প্রকাশ করে।
-
Structure:
-
[Either/Neither] + noun + [or/nor] + singular noun → singular verb
Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system. -
[Either/Neither] + noun + [or/nor] + plural noun → plural verb
Example: Neither John nor his friends are going to the beach today.
-
-
ভুল অপশন বিশ্লেষণ:
খ) Neither the chairman and nor the members are present → ভুল। এখানে "and nor" ব্যাকরণগতভাবে ভুল, কারণ Neither থাকলে শুধু nor বসে।
গ) Not the chairman definitely nor the members are present → ভুল। এখানে nor ব্যবহৃত হয়েছে কিন্তু বাক্যের শুরুতে Neither বসেনি।
ঘ) Neither the chairman or the members are present → ভুল। Neither এর সাথে or নয়, বরং nor ব্যবহার করতে হয়।
0
Updated: 1 month ago