Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica

0
Updated: 1 month ago
Who is Mercy Chant in the novel?
Created: 1 month ago
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।

1
Updated: 1 month ago
Who is the author of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
George Eliot
D
William Thackeray
থমাস হার্ডি ছিলেন ভিক্টোরিয়ান যুগের শেষভাগের একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও কবি। তিনি জন্মেছিলেন ১৮৪০ সালে ডরসেট কাউন্টিতে। তার উপন্যাসগুলোতে গ্রামীণ জীবন, মানবিক ট্র্যাজেডি, সামাজিক কুসংস্কার এবং নিয়তির নিষ্ঠুরতা বিশেষভাবে ফুটে ওঠে।
Tess of the d’Urbervilles তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। হার্ডি নিজে পেশায় ছিলেন স্থপতি, কিন্তু সাহিত্য তাকে বিশ্বব্যাপী পরিচিতি দেয়। তার লেখায় গ্রামীণ ইংল্যান্ড, মানুষের সংগ্রাম এবং বিশেষ করে নারীর অসহায়ত্বের কাহিনি বারবার উঠে এসেছে। হার্ডি বিশ্বাস করতেন যে মানুষ নিয়তির হাতে বন্দী, এবং এই বিশ্বাসকে তিনি সাহিত্যিক ভাষায় প্রকাশ করেছেন। টেস অব দ্য ডি’আর্বারভিলস এও দেখা যায় কিভাবে এক নিষ্পাপ মেয়ে টেস সমাজ, পুরুষতন্ত্র এবং নিয়তির হাতে ধ্বংস হয়ে যায়।
হার্ডি শুধু একজন গল্পকার ছিলেন না, বরং একজন সামাজিক সমালোচকও ছিলেন। তাই বলা যায়, থমাস হার্ডি নামটি শুধু এই উপন্যাসের লেখক হিসেবেই নয়, বরং একজন গভীর চিন্তক এবং মানবতাবাদী হিসেবে সাহিত্য ইতিহাসে অমর হয়ে আছেন।

0
Updated: 1 month ago
Who is
the male lead in Tess of the
d’Urbervilles?
Created: 2 months ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
John Durbeyfield
D
Jack Morel

0
Updated: 2 months ago