How many acts does Samuel Beckett's "Waiting for Godot" contain?
A
One-act play
B
Two-act play
C
Three-act play
D
Four-act play
উত্তরের বিবরণ
• Samuel Beckett's "Waiting for Godot" contains – Two-act play.
• Waiting for Godot
-
এটি Irish writer Samuel Beckett রচিত একটি বিখ্যাত নাটক।
-
এটি একটি Absurd play।
-
Two-act বিশিষ্ট Tragic-comedy।
-
Beckett নিজের French-language play (En attendant Godot) থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন।
-
প্রকাশিত হয় ১৯৫২ সালে।
-
Waiting for Godot নাটকটি নাট্যশিল্পে একটি সত্যিকারের উদ্ভাবন এবং Theatre of the Absurd-এর প্রথম সফলতা।
-
১৯৬৯ সালে Samuel Beckett এই নাটকের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
• Important Characters
-
Vladimir
-
Estragon
-
Pozzo
-
Lucky ইত্যাদি।
• সার-সংক্ষেপ
-
নাটকটি দুই চরিত্র Vladimir এবং Estragon-এর গল্প, যারা একটি নির্দিষ্ট স্থানে বসে Godot নামক ব্যক্তির অপেক্ষা করে।
-
তারা পুরো নাটক জুড়ে একে অপরকে সান্ত্বনা দেয়, কিন্তু Godot কখনো আসে না।
-
নাটকে অস্তিত্বের অর্থহীনতা, সময়ের ধারণা, এবং মানবজীবনের শূন্যতা প্রতিফলিত।
-
চরিত্ররা বিরক্ত, হতাশ এবং অবহেলিত, তবুও তাদের অপেক্ষা থামে না।
-
এটি একটি Absurdist নাটক, যেখানে জীবনের অর্থহীনতা এবং অনিশ্চয়তা নিয়ে ভাবনা উত্থাপিত।
• Samuel Beckett (1906–1989)
-
Irish Novelist, Author, Critic, এবং Playwright।
-
১৯৬৯ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Best Works
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago
Why does Estragon want to leave Vladimir at times in the play Waiting for Godot?
Created: 4 weeks ago
A
Because of quarrels and despair
B
Because of wealth and ambition
C
Because of Godot’s arrival
D
Because of family duties
Estragon ও Vladimir বারবার একে অপরের সাথে ঝগড়া করে। Estragon মনে করে তাদের অপেক্ষা অর্থহীন। কখনো সে Vladimir–কে ছেড়ে যেতে চায়।
কিন্তু শেষ পর্যন্ত সে থেকে যায়, কারণ একাকিত্ব তাকে ভীত করে। এই সম্পর্ক মানুষে–মানুষে নির্ভরতার প্রতীক। জীবন যতই অসার হোক, মানুষ সম্পর্ক ধরে রাখে বেঁচে থাকার জন্য।
Estragon–এর দোটানা দেখায় যে মানুষ স্বাধীন হতে চাইলেও আসলে সম্পর্ক ও সমাজের বন্ধন থেকে পুরোপুরি আলাদা হতে পারে না।

0
Updated: 4 weeks ago
What Biblical parallel is hinted at through the two thieves discussed by Vladimir in the play Waiting for Godot?
Created: 4 weeks ago
A
The crucifixion of Christ
B
The story of Cain and Abel
C
The Book of Exodus
D
The parable of the prodigal son
Vladimir উল্লেখ করে, যিশুর সাথে ক্রুশবিদ্ধ হওয়া দুই চোরের গল্পে সুসমাচারে ভিন্ন ভিন্ন বিবরণ আছে। এটি সত্যের অনিশ্চয়তা এবং মানুষের বিভ্রান্তিকে প্রতীকী করে।

1
Updated: 4 weeks ago
According to Vladimir's opinion in Waiting for Godot, people are-
Created: 1 week ago
A
Good-hearted
B
Ignorant apes
C
Misguided
D
Intelligent animals
স্যামুয়েল বেকেটের Waiting for Godot নাটকে মানবজীবনকে অত্যন্ত নিরাশাবাদী ও অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। ভ্লাদিমির মানুষের স্বভাবকে এমনভাবে দেখেছেন, যেন তারা একদল “ignorant apes” — অর্থাৎ অজ্ঞ ও অচেতন প্রাণী, যারা নিজের অস্তিত্বের অর্থও বোঝে না।
-
নাটকে এস্ত্রাগন বলে, “We are all born mad. Some remain so.”—এই উক্তি মানুষের মানসিক অস্থিরতা ও অর্থহীনতার প্রতীক।
-
বেকেটের দৃষ্টিতে মানুষ কেবল অভ্যাসের দ্বারা পরিচালিত, চিন্তা ও যুক্তিহীন এক সত্তা, যে নিজের অবস্থান সম্পর্কে অন্ধকারে রয়ে গেছে।
-
তাই এখানে “ignorant apes” কথাটি মানুষের অবচেতন, অজ্ঞান ও পুনরাবৃত্তিমূলক জীবনযাপনের প্রতিরূপ, যা নাটকের সমগ্র দর্শনকেই প্রতিফলিত করে।

0
Updated: 1 week ago