While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by -
A
T. S. Eliot
B
J. M. Synge
C
W. B. Yeats
D
Lord Alfred Tennyson
উত্তরের বিবরণ
• While Ulysses is a novel by James Joyce, the poem titled Ulysses was written by – Alfred Lord Tennyson.
• Ulysses (poem)
-
কবিতাটি blank-verse এ লেখা।
-
লেখা হয় ১৮৩৩ সালে এবং প্রকাশিত হয় Poems (1842) দুই খণ্ডের সংকলনে।
-
হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রাণিত।
-
এটি মূলত একটি Dramatic Monologue।
-
বিখ্যাত উক্তি:
-
“Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield.”
-
“I will never rest from travels; I will drink life to the lees.”
-
• Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি।
-
1850 সালে Poet Laureate নিযুক্ত হন।
-
তাঁর Melodious language এর জন্য প্রসিদ্ধ; তাকে Lyric Poet বলা হয়।
-
In Memoriam – এক elegy, তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে রচিত।
• His Famous Poems
-
Oenone, Ulysses, The Lotos-Eaters, Locksley Hall, In Memoriam, Morte D'Arthur, The Princess, The Two Voices, The Lady of the Shalott ইত্যাদি।
• Famous Comedies
-
Queen Mary, The Falcon।
• Ulysses (novel)
-
James Joyce রচিত, প্রকাশিত ১৯২২ সালে।
-
Stylistically dense and exhilarating, English Literature-এ একটি masterpiece।
-
Homer's Odyssey এর আধুনিক ভার্সন হিসেবে বিবেচিত।
-
কাহিনী: ডাবলিনে একদিনের (১৬ জুন, ১৯০৪) ঘটনা বর্ণনা, কিন্তু ঘটনাবলি বিস্তৃত।
-
পৃষ্ঠা সংখ্যা: ৭৮৩।
-
Three central characters:
-
Stephen Dedalus → Telemachus-এর আধুনিক রূপ
-
Leopold Bloom → Ulysses/Odysseus-এর আধুনিক রূপ
-
Molly Bloom → Penelope-এর আধুনিক রূপ
-
• James Joyce
-
জন্ম: ১৮৮২।
-
একজন আইরিশ Novelist, Poet, এবং Short Story Writer।
-
Modern Period-এর বিখ্যাত Novelist।
-
Ulysses হলো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
পরিচিত Stream-of-consciousness Narrative Technique-এর জন্য।
-
Dubliners (1914) – ১৫টি ছোট গল্পের সংকলন।
• Notable Works
Short Stories:
-
After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case ইত্যাদি।
Plays:
-
Exiles
Poems:
-
Chamber Music, I Hear an Army, Penyeach
Source: Britannica, An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago
What natural element is described as “like a downward smoke”?
Created: 1 month ago
A
River
B
Stream
C
Wind
D
Cloud
কবিতায় পাহাড়চূড়া থেকে নেমে আসা সরু ঝর্ণাকে বর্ণনা করা হয়েছে “like a downward smoke” হিসেবে। এখানে উপমা ব্যবহার করে টেনিসন ঝর্ণার পতনকে ধোঁয়ার মতো মসৃণ ও ধীরভাবে পতিত হওয়ার সাথে তুলনা করেছেন। এটি কবিতার চিত্রকল্পকে জীবন্ত করে তোলে। ঝর্ণা হলো বিশ্রামের প্রতীক, যা অনবরত বয়ে গেলেও কষ্টহীন ও শান্ত।

1
Updated: 1 month ago
Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of –
Created: 2 months ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
Lord Alfred Tennyson রচিত একটি বিখ্যাত Elegy (শোক কবিতা) হলো 'In Memoriam'। কবিতাটি Tennyson তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam এর স্মরণে লিখেন যিনি ১৮৩৩ সালে মারা যান।

2
Updated: 2 months ago
What philosophical question is raised in Choric Song IV?
Created: 1 month ago
A
Why must life be labour?
B
Why must gods exist?
C
Why must man seek glory?
D
Why must stars fade?
নাবিকরা প্রশ্ন করে—“Death is the end of life; ah, why / Should life all labour be?” অর্থাৎ, যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন কেন জীবন কেবল পরিশ্রম ও কষ্টে ভরা হবে? এই প্রশ্ন মানবজীবনের মৌলিক দর্শনকে স্পর্শ করে। এটি মূল দ্বন্দ্ব—দায়িত্ব বনাম বিশ্রামের প্রতিফলন।

0
Updated: 1 month ago