A
Lord Jim
B
Sons and Lovers
C
A Passage to India
D
Penyeach
উত্তরের বিবরণ
• The character "Dr. Aziz" appears as a central figure in – A Passage to India.
• A Passage to India
-
Edward Morgan Forster (E. M. Forster) ছিলেন Modern Period-এর একজন বিখ্যাত Novelist, Essayist, Social and Literary Critic।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এটি ব্রিটিশ ভারতের রাজনৈতিক পটভূমিতে রচিত।
-
মূলত Racism এবং Colonialism-এর প্রতিফলন এই উপন্যাসে ফুটে উঠেছে।
-
এতে ব্রিটিশ ও ভারতীয়দের সম্পর্ককে গভীরভাবে চিত্রিত করা হয়েছে।
• Novel-এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Dr. Aziz – উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র।
-
Adela Quested – এক তরুণী আদর্শবাদী ইংরেজ নারী, যিনি Mrs. Moore-এর সঙ্গে ভারতে ভ্রমণ করেন।
-
Mrs. Moore – Adela-র ভ্রমণসঙ্গী এবং Ronny Heaslop-এর মা।
-
Ronny Heaslop – Mrs. Moore-এর ছেলে, Chandrapore-এর একজন British Magistrate।
-
Cyril Fielding – Chandrapore-এর Government College-এর Principal এবং Dr. Aziz-এর বন্ধু।
-
Stella Moore – Mrs. Moore-এর মেয়ে, যিনি England-এ বাস করতেন।
• E. M. Forster-এর অন্যান্য রচনা
-
Aspects of the Novel (Criticism),
-
The Longest Journey (Novel),
-
A Room with a View (Novel)।
• বিশেষ উল্লেখ:
-
A Passage to India শিরোনামে Walt Whitman-এরও একটি Poem রয়েছে।
• Other Options
-
Lord Jim – Joseph Conrad
-
Sons and Lovers – D. H. Lawrence
-
Penyeach – James Joyce
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman, Britannica

0
Updated: 1 week ago
"A Passage to India" is written by------
Created: 3 weeks ago
A
E. M. Forster
B
Rudyard Kipling
C
Galls Worthy
D
A. H. Auden
A passage to India (1924) হলো ১৯২০ এর দশকে ব্রিটিশ রাজ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে E. M. Forster রচিত একটি বিখ্যাত উপন্যাস।

0
Updated: 3 weeks ago
"A Passage to India" is written by-
Created: 1 week ago
A
E. M. Forster
B
Rudyard Kipling
C
Galls Worthy
D
A. H. Auden
• 'A Passage to India'
'A Passage to India' is written by - E.M. Forster.
- ১৯২৪ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল যেটিকে লেখকের অন্যতম এবং শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচনা করা হয়।
- ভারত এবং আলেক্সান্দ্রিয়াতে তার অবস্থানের প্রেক্ষিতে তিনি এই উপন্যাস টি রচনা করেন।
- এই novel টিতে মূলত racism and colonialism ফুটে উঠেছে।
- The book also portrays the relationship between the British and the Indians in India.
- কেন্দ্রীয় চরিত্র Dr. Aziz এবং Adela Quested.
• এই Novel এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে -
- Dr. Aziz: He is the central character of the novel.
- Adela Quested: A young and idealistic Englishwoman who travels to India with Mrs. Moore.
- Mrs. Moore: Adela's elderly traveling companion and the mother of Ronny Heaslop.
- Ronny Heaslop: Mrs. Moore's son and a British magistrate in Chandrapore.
- Cyril Fielding: The principal of the government college near Chandrapore and Dr. Aziz's friend.
- Stella Moore: Stella was Mrs. Moore's daughter, who lived in England.
• E. M Forster in full Edward Morgan Forster:
- তিনি ইংরেজি সাহিত্যের মডার্ণ পিরিয়ড এর একজন সুপরিচিত সাহিত্যিক।
- তিনি একাধারে একজন British novelist, essayist এবং social ও literary critic..
• E.M. Forster's other works -
- Aspects of novel,
- The Longest Journey,
- A Room with a View,
- Howards End, etc.
Source: Britannica.

0
Updated: 1 week ago