Who is credited with the first English translation of the Persian poetry collection "Rubaiyat of Omar Khayyam"?
A
Edward Fitzgerald
B
William Hazlitt
C
Alfred Lord Tennyson
D
Gustave Flaubert
উত্তরের বিবরণ
• The English translation of the Persian poetry collection "Rubaiyat of Omar Khayyam" is credited with – Edward Fitzgerald.
• The Rubaiyat of Omar Khayyam
-
Victorian যুগের সাহিত্যিক Edward Fitzgerald ১৮৫৯ সালে "The Rubaiyat of Omar Khayyam" কাব্যগ্রন্থটি Persian থেকে English-এ অনুবাদ করেন।
-
এটি যুগশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী Omar Khayyam এর রচনার ওপর ভিত্তি করে।
-
এটি মূলত অনুবাদ নয়, বরং মূল গ্রন্থকে সামনে রেখে একটি সৃজনশীল রূপান্তর, যা প্রায় মৌলিক রচনার মতো।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটি একটি Classic হিসেবে বিবেচিত।
-
এটি সবচেয়ে বেশি উদ্ধৃত লিরিক কবিতাগুলোর একটি; এর অনেক বাক্যাংশ আজও সাধারণ ভাষায় ব্যবহৃত হয়।
-
প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
-
ইংরেজি সংস্করণে এর সাথে যুক্ত করা হয় বাক্যাংশ – "the Astronomer-Poet of Persia"।
• Edward Fitzgerald
-
তিনি Victorian Period-এর সাহিত্যিক।
-
জন্ম: March 31, 1809, England।
-
শিক্ষা: Trinity College, Cambridge – যেখানে তিনি William Makepeace Thackeray-এর সঙ্গে আজীবন বন্ধুত্ব গড়ে তোলেন।
-
১৮৫৯ সালে তিনি The Rubaiyat of Omar Khayyam কে Persian থেকে English-এ রূপান্তর করেন।
-
যদিও এটি অনুবাদ, তবুও এটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি Classic হিসেবে স্থান পেয়েছে।
-
এটি সবচেয়ে বেশি উদ্ধৃত লিরিক কবিতাগুলোর একটি; এর অনেক লাইন সাধারণ ভাষায় প্রচলিত।
• Notable Work:
-
The Rubáiyát of Omar Khayyám।
Source: Britannica

0
Updated: 1 month ago
'Pip' is the protagonist in Charles Dickens' novel-
Created: 1 month ago
A
A Christmas Carol
B
A Tale of Two Cities
C
Oliver Twist
D
Great Expectations
'Pip' is the protagonist in Charles Dickens' novel - Great Expectations.
• Great Expectations:
- 'Great Expectation' is a novel written by Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে - এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী।
সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।
- Pip এই উপন্যাসের প্রধান চরিত্র।
- তার ছোট থেকে বড় হওয়ার কাহিনী , এতিম অবস্থায় বেড়ে ওঠা এবং তার জীবনের নানা উত্থান পতন এই উপনস্যাসের মূল উপজীব্য বিষয়।
• প্রধান চরিত্রসমূহ:
- Pip,
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella,
- Miss Havisham ইত্যাদি।
• Famous quotations of great expectation:
- The success is not mine, the failure is not mine, but the two together make me.
• Charles Dickens (1812-1870) a British novelist, journalist, editor, illustrator and social commentator.
- তিনি Victorian period এর একজন বিখ্যাত লেখক ছিলেন।
- তার পুরো নাম Charles John Huffam Dickens.
• তার রচিত বিখ্যাত কিছু উপন্যাস হলো -
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend.
Source: Britannica and Enotes.com.

0
Updated: 1 month ago
'An Essay on Man' is a poem written by -
Created: 1 month ago
A
W. B Yeats
B
T. S Eliot
C
Alexander Pope
D
William Shakespeare
Answer - Alexander Pope.
• An Essay on Man:
- It was written by Alexander Pope.
- এটি মূলত Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
- It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- An Essay on Man describes the order of the universe in terms of a hierarchy, or chain, of being.
- By virtue of their ability to reason, humans are placed above animals and plants in this hierarchy.
• Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus.

0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Matthew Arnold
B
Thomas Hardy
C
Henry Fielding
D
Ernest Hemingway
**Clym Yeobright** হলো Thomas Hardy-এর উপন্যাস **The Return of the Native**-এর একটি প্রধান চরিত্র।
* **The Return of the Native**
* ইংরেজ লেখক **Thomas Hardy**-এর রচিত এবং প্রকাশিত ১৮৭৮ সালে।
* উপন্যাসের পটভূমি: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক **Egdon Heath**।
* কাহিনীতে Hardy **নিয়তির নির্মমতা** এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন।
* **Summary**
* **Clym Yeobright** প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষে জন্মভূমি **Egdon Heath**-এ ফিরে আসেন।
* তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে ইচ্ছুক।
* তার স্ত্রী **Eustacia Vye** শহুরে জীবনের আকাঙ্ক্ষায় Egdon Heath-এ বসবাস করছেন।
* ইউস্টেসিয়ার **Damon Wildeve**-র সঙ্গে সম্পর্ক পরবর্তীতে জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
* শেষ পর্যন্ত **Eustacia** এবং **Damon** উভয়ই দুঃখজনক পরিণতির মুখোমুখি হন।
* **Main Characters**
* Clym Yeobright
* Eustacia Vye
* Thomasin Yeobright
* Damon Wildeve
* Mrs. Yeobright
* Diggory Venn
* **Thomas Hardy (1840–1928)**
* ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
* ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক।
* বাস্তববাদ (**Realism**) এবং প্রকৃতিবাদ (**Naturalism**) সাহিত্যের অনুসারী।
* উপন্যাসে গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
* নির্দিষ্ট অঞ্চলের প্রেক্ষাপটে কাজ করার কারণে তিনি **regional novelist** এবং কবি হিসেবেও পরিচিত।
* **Famous Novels**
* *Tess of the d'Urbervilles*
* *Far from the Madding Crowd*
* *The Return of the Native*
* *A Pair of Blue Eyes*
* *The Poor Man and the Lady*
* *The Woodlanders*
* *The Mayor of Casterbridge*
* *The Well-Beloved*
* *Jude the Obscure*

0
Updated: 1 month ago