Who is credited with the first English translation of the Persian poetry collection "Rubaiyat of Omar Khayyam"?
A
Edward Fitzgerald
B
William Hazlitt
C
Alfred Lord Tennyson
D
Gustave Flaubert
উত্তরের বিবরণ
• The English translation of the Persian poetry collection "Rubaiyat of Omar Khayyam" is credited with – Edward Fitzgerald.
• The Rubaiyat of Omar Khayyam
-
Victorian যুগের সাহিত্যিক Edward Fitzgerald ১৮৫৯ সালে "The Rubaiyat of Omar Khayyam" কাব্যগ্রন্থটি Persian থেকে English-এ অনুবাদ করেন।
-
এটি যুগশ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী Omar Khayyam এর রচনার ওপর ভিত্তি করে।
-
এটি মূলত অনুবাদ নয়, বরং মূল গ্রন্থকে সামনে রেখে একটি সৃজনশীল রূপান্তর, যা প্রায় মৌলিক রচনার মতো।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটি একটি Classic হিসেবে বিবেচিত।
-
এটি সবচেয়ে বেশি উদ্ধৃত লিরিক কবিতাগুলোর একটি; এর অনেক বাক্যাংশ আজও সাধারণ ভাষায় ব্যবহৃত হয়।
-
প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
-
ইংরেজি সংস্করণে এর সাথে যুক্ত করা হয় বাক্যাংশ – "the Astronomer-Poet of Persia"।
• Edward Fitzgerald
-
তিনি Victorian Period-এর সাহিত্যিক।
-
জন্ম: March 31, 1809, England।
-
শিক্ষা: Trinity College, Cambridge – যেখানে তিনি William Makepeace Thackeray-এর সঙ্গে আজীবন বন্ধুত্ব গড়ে তোলেন।
-
১৮৫৯ সালে তিনি The Rubaiyat of Omar Khayyam কে Persian থেকে English-এ রূপান্তর করেন।
-
যদিও এটি অনুবাদ, তবুও এটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি Classic হিসেবে স্থান পেয়েছে।
-
এটি সবচেয়ে বেশি উদ্ধৃত লিরিক কবিতাগুলোর একটি; এর অনেক লাইন সাধারণ ভাষায় প্রচলিত।
• Notable Work:
-
The Rubáiyát of Omar Khayyám।
Source: Britannica

0
Updated: 1 week ago
"To keep someone at arm's length" implies-
Created: 6 days ago
A
To keep someone close
B
To maintain distance
C
Maintain a healthy relationship
D
To protect someone from danger

0
Updated: 6 days ago
The Silent Woman is a play written by which playwright?
Created: 4 weeks ago
A
Thomas Dekker
B
Christopher Marlowe
C
John Fletcher
D
Ben Jonson
• The Silent Woman নাটকটি লিখেছেন Ben Jonson। এটি Jacobean যুগের একটি বিখ্যাত কমেডি নাটক। নাটকটির মূল চরিত্র Morose একজন মানুষ, যে চুপচাপ জীবন পছন্দ করে এবং কথা বলা নারীদের সহ্য করতে পারে না। এই নাটকে হাস্যরস, প্রতারণা এবং সামাজিক মন্তব্য মিলেমিশে আছে। অন্য অপশনগুলো বিবেচনা করলে—Thomas Dekker ছিলেন Elizabethan নাট্যকার, যিনি "The Shoemaker's Holiday" লিখেছেন; Christopher Marlowe "Doctor Faustus" এর জন্য বিখ্যাত এবং ট্র্যাজেডির উপর জোর দিয়েছেন; আর John Fletcher অনেক নাটক Shakespeare-সহযোগে লিখেছেন, তবে তিনি "The Silent Woman" এর লেখক নন। সুতরাং, সঠিক উত্তর হলো: ঘ) Ben Jonson.

0
Updated: 4 weeks ago
Shakespeare composed much of his plays in what sort of verse?
Created: 1 month ago
A
Alliterative verse
B
Sonnet form
C
lambic pentameter
D
Daetylic Haxameter
Shakespeare composed much of his plays in Iambic pentameter.
Iambic Pentameter
- A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things.
• William Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter.
Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago