"Birds, Beasts and Flowers" is a -
A
Poetry collection
B
Epic
C
Play
D
Short story collection
উত্তরের বিবরণ
• "Birds, Beasts and Flowers" is a – Poetry collection.
-
এটি D. H. Lawrence এর লেখা।
-
প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে।
-
এতে প্রকৃতি, জীবন, মৃত্যু এবং আধ্যাত্মিকতার গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে।
• D. H. Lawrence
-
জন্ম: 1885, মৃত্যু: 1930।
-
পুরো নাম: David Herbert Lawrence।
-
তিনি একজন ইংরেজ লেখক; Novels, Short Stories, Poems, Plays, Essays, Travel books, এবং Letters লিখেছেন।
• His Novels:
-
Sons and Lovers (1913),
-
The Virgin and the Gypsy,
-
The Rainbow (1915),
-
Women in Love (1920),
-
The White Peacock,
-
Lady Chatterley’s Lover,
-
Aaron’s Rod,
-
Kangaroo, ইত্যাদি।
• Short Stories:
-
The Rocking Horse Winner,
-
The Captain’s Doll,
-
The Price,
-
The Fox।
• Plays:
-
Touch and Go,
-
The Married Man।
• Poems:
-
The White Horse,
-
Birds, Beasts and Flowers।
Source: Live MCQ Lecture, Britannica

0
Updated: 1 month ago
Which son dies early due to illness in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Paul Morel
B
William Morel
C
Arthur Morel
D
Ernest Morel
William Morel মায়ের সবচেয়ে প্রিয় ছেলে ছিল। চাকরির কারণে সে লন্ডনে যায়, কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। তার মৃত্যু Gertrude–এর জন্য বড় আঘাত হয়ে আসে। এরপর মায়ের সমস্ত ভালোবাসা ও নির্ভরতা Paul–এর ওপর পড়ে। এই ঘটনা Paul–এর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

0
Updated: 4 weeks ago
Miriam Leivers is often described by Paul and his mother as:
Created: 2 weeks ago
A
Practical, grounded, and maternal.
B
Passionate, sensual, and physically assertive.
C
Overly spiritual, intellectual, and lacking physical vitality in their eyes.
D
Rebellious, independent, and socially outgoing.
Miriam পলের জন্য একটি ভিন্ন ধরনের ভালোবাসার প্রতীক—যা বৌদ্ধিক, আধ্যাত্মিক এবং গভীরভাবে আবেগপূর্ণ। তবে, পল নিজেও (তার মায়ের প্রভাবের কারণে) এবং Gertrude Miriam-কে অত্যধিক নরম, আধ্যাত্মিক ও ভৌত বা কামনাশীল শক্তিহীন হিসেবে দেখেন।
-
এই দৃষ্টিভঙ্গি তাদের সম্পর্কের একটি বড় বাধা সৃষ্টি করে, কারণ পল অনুভব করেন যে তিনি Miriam-এর প্রতি শারীরিকভাবে পুরোপুরি নিজেকে দিতে পারছেন না, যদিও তাদের মধ্যে গভীর বৌদ্ধিক ও আবেগীয় সংযোগ রয়েছে।
-
Miriam-কে দুর্বল এবং অযৌক্তিক মনে করে, তার মা এই সম্পর্ককে সক্রিয়ভাবে নিরুৎসাহিত করেন।
-
এর ফলে পল এবং Miriam-এর মধ্যে প্রেমের পূর্ণ বিকাশ ঘটে না, যা উপন্যাসে মায়ের প্রভাব ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার সংঘাতের প্রতিফলন।

0
Updated: 2 weeks ago
Which Greek concept best explains Paul’s attachment to his mother in the novel Sons and Lovers?
Created: 1 month ago
A
Oedipus complex
B
Catharsis
C
Hubris
D
Nemesis
Paul–এর জীবনে মায়ের প্রতি নির্ভরতা Freud–এর Oedipus complex ধারণা দিয়ে ব্যাখ্যা করা হয়। Lawrence Freud–এর এই মনস্তাত্ত্বিক ধারণাকে শিল্পে রূপ দিয়েছেন।

0
Updated: 4 weeks ago