"My Last Duchess" is a poem written by -
A
Thomas Hardy
B
Alfred Tennyson
C
Robert Browning
D
Matthew Arnold
উত্তরের বিবরণ
• "My Last Duchess" is a poem written by – Robert Browning.
• My Last Duchess:
-
এটি একটি নাটকীয় মনোলগ (dramatic monologue), যা ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারার ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক তার স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্র সম্পর্কে কথা বলে, তবে তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং তার শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার মধ্যে শেষের দিকে স্পষ্ট হয়ে ওঠে যে, ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
• Robert Browning
-
তিনি Victorian age-এর একজন British Poet।
-
তিনি dramatic monologue এবং psychological portraiture-এর দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।
• Some quotations from Robert Browning:
-
"What of soul was left, I wonder, when the kissing had to stop?"
-
"Ignorance is not innocence but sin."
-
"If you get simple beauty and naught else, You get about the best thing God invents."
-
"Ah, but a man's reach should exceed his grasp, Or what's a heaven for?"
• Notable works:
-
Fra Lippo Lippi,
-
Men and Women,
-
My Last Duchess,
-
The Patriot,
-
Paracelsus,
-
Pippa Passes,
-
Rabbi Ben Ezra,
-
Sordello,
-
The Pied Piper of Hamelin,
-
The Ring, ইত্যাদি।
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 month ago
What is the ultimate tone of the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
Joyful and triumphant
B
Bitter and vengeful
C
Resigned and melancholic
D
Satirical and comic
পুরো কবিতার সুর হলো একধরনের মেনে নেওয়া ও বিষণ্নতা। Andrea বুঝতে পারে সে মহৎ হতে পারেনি, তবুও স্ত্রীকে আঁকড়ে ধরে শান্তি খোঁজে। এই বেদনা ও আত্মসমর্পণই কবিতার টোন।

0
Updated: 1 month ago
Which art quality does Andrea confess he lacks compared to Raphael or Michelangelo?
Created: 1 month ago
A
Technical skill
B
Inspiration and spiritual depth
C
Knowledge of anatomy
D
Patronage
অ্যান্ড্রিয়া দেল সার্তোর সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল অনুপ্রেরণার অভাব। তার শিল্পে নিখুঁত কারিগরি দক্ষতা থাকলেও সেই প্রাণবন্ত আত্মার দীপ্তি ছিল না, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে অমর করেছে।
ব্রাউনিং দেখিয়েছেন, অ্যান্ড্রিয়া নিজেই এই সীমাবদ্ধতা স্বীকার করে এবং দোষ দেয় আংশিকভাবে তার স্ত্রী লুক্রেজিয়াকে, যিনি তাকে অনুপ্রাণিত করার বদলে কেবল অর্থলোভী ছিলেন। এভাবে অ্যান্ড্রিয়ার শিল্প নিখুঁত হলেও প্রাণহীন হয়ে ওঠে। Faultless Painter হিসেবে তিনি বিদ্রূপাত্মক এক প্রতীক—ত্রুটিহীন হলেও অসম্পূর্ণ।

0
Updated: 1 month ago
Which poem is about a painter’s life?
Created: 2 months ago
A
Andrea del Sarto
B
My Last Duchess
C
Fra Lippo Lippi
D
Rabbi Ben Ezra

0
Updated: 2 months ago