Which poem contains the famous idea that childhood is a state of divine vision?
A
Resolution and Independence
B
Tintern Abbey
C
Immortality Ode
D
The Solitary Reaper
উত্তরের বিবরণ
Ode: Intimations of Immortality কবিতার মূল থিম হলো শৈশবকে স্বর্গীয় আভায় ভরা এক সময় হিসেবে দেখা। Wordsworth বলেন, শিশুর মধ্যে “heaven lies about us in our infancy”। শৈশব মানুষকে প্রকৃতিকে অলৌকিক সৌন্দর্যে দেখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্ক জীবনে এই দৃষ্টি ম্লান হয়ে গেলেও শৈশবের স্মৃতি চিরকালীন।

1
Updated: 1 month ago
What phrase does Wordsworth use to describe his second, more passionate stage of loving nature, which has now passed?
Created: 2 weeks ago
A
"The still, sad music of humanity"
B
"A motion and a spirit"
C
"An appetite; a feeling and a love"
D
"The language of the sense"
Wordsworth তাঁর Tintern Abbey কবিতায় প্রকৃতির প্রতি যুবককালীন উত্তেজনাপূর্ণ আবেগকে বর্ণনা করতে ব্যবহার করেছেন “An appetite; a feeling and a love”। এটি তাঁর সেই সময়কে প্রকাশ করে যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিল প্রচণ্ড সংবেদনশীল ও আবেগময়, যেখানে কোনো চিন্তাশীল বা দার্শনিক ব্যাখ্যার প্রয়োজন ছিল না।
-
এই সময়ে প্রকৃতির প্রতি তাঁর অনুভূতি ছিল তাত্ক্ষণিক, প্রবল ও আনন্দময়, যা শুধু ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করত।
-
Wordsworth এই যুবককালীন আবেগকে পরিপক্বতার সঙ্গে তুলনা করেছেন। পরবর্তীতে, তাঁর প্রকৃতিপ্রেম হয়ে ওঠে ধ্যানমূলক, আধ্যাত্মিক ও দার্শনিক, যেখানে তিনি প্রকৃতির গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারেন।
-
যুবককালীন এই অনুভূতির সঙ্গে প্রাপ্ত “appetite, feeling, and love” কেবল আবেগের উৎস ছিল, কিন্তু পরিপক্ব অবস্থায় আবেগের সঙ্গে যুক্ত হয় বুদ্ধি, চিন্তাশীলতা এবং নৈতিক উপলব্ধি।
-
এই বিভাজন দেখায় কিভাবে Wordsworth-এর প্রকৃতির প্রতি সম্পর্ক যৌবনকালীন উত্তেজনা থেকে পরিপক্ব আধ্যাত্মিক বোঝাপড়ায় রূপান্তরিত হয়েছে।
-
তিনি বুঝিয়েছেন যে প্রকৃতিপ্রেম কেবল অনুভূতির উপর নির্ভরশীল নয়, বরং মনের গভীর চিন্তা ও স্মৃতির সঙ্গে যুক্ত হয়ে আরও স্থায়ী ও প্রভাবশালী হয়।

0
Updated: 2 weeks ago
“I wandered lonely as a cloud” is the opening line of which poem?
Created: 1 month ago
A
Ode to a Nightingale by John Keats
B
Daffodils by William Wordsworth
C
The Solitary Reaper by William Wordsworth
D
To a Skylark by P. B. Shelley
“I wandered lonely as a cloud” হলো William Wordsworth-এর Daffodils কবিতার উদ্বোধনী লাইন, যা প্রকৃতি এবং ব্যক্তিগত অনুভূতির মিলনের অনন্য প্রতিফলন।
-
I Wandered Lonely as a Cloud (Daffodils) হলো William Wordsworth-এর রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতায় Wordsworth-এর বিচরণ এবং এক লেকের ধারে daffodils-এর বাগান আবিষ্কারের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে, যার স্মৃতি তাকে একাকী বা বিরক্ত অবস্থায় আনন্দ এবং পরিতৃপ্তি দেয়।
-
প্রথম প্রকাশিত হয় 1807 সালে।
-
এটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক জগতের সাথে সম্পর্কিত মূল ধারণাগুলোকে একত্রিত করে।
-
কবিতায় Wordsworth daffodils-এর সৌন্দর্যকে Milky Way-এর তারাগুলোর সাথে তুলনা করেছেন।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“I wandered lonely as a cloud That floats on high o'er vales and hills, When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“A host, of golden daffodils; Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze.”
-
“Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance.”
-
“And then my heart with pleasure fills, And dances with the daffodils.”
William Wordsworth
-
জন্মগ্রহণ করেন 7 April 1770, Cockermouth, Cumberland, England।
-
তিনি Lake Poet নামে পরিচিত, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছিলেন।
Notable Works (Poems)
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
I Wandered Lonely as a Cloud

0
Updated: 1 month ago
What contrast does Wordsworth make between his youthful and mature vision in Tintern Abbey?
Created: 1 month ago
A
Physical joy vs. Spiritual insight
B
Hatred vs. Love of Nature
C
Silence vs. Noise
D
Ignorance vs. Knowledge of Science
কবি বলেন, তরুণ বয়সে তিনি প্রকৃতিকে কেবল শারীরিক আনন্দের উৎস হিসেবে উপভোগ করেছিলেন—পাহাড়ে লাফানো, নদীর ধারে দৌড়ানো ইত্যাদি। কিন্তু পরিণত বয়সে এসে তিনি বুঝলেন প্রকৃতির মধ্যে আছে নৈতিক শক্তি, ধৈর্য, আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরীয় উপস্থিতি। এই পরিবর্তন তাঁর কাব্যচিন্তার বিবর্তনকেও প্রতিফলিত করে। তাই কবিতাটি শুধু স্মৃতিচারণ নয়, বরং এক দার্শনিক উপলব্ধি।

0
Updated: 1 month ago