A
Tintern Abbey
B
Immortality Ode
C
The Prelude
D
Daffodils
উত্তরের বিবরণ
Tintern Abbey কবিতার শেষ অংশে Wordsworth তাঁর বোন Dorothy-র উদ্দেশ্যে প্রার্থনা করেন। তিনি চান Dorothy-ও যেন প্রকৃতির মাঝে সেই শান্তি, শক্তি ও নৈতিক শিক্ষা খুঁজে পায়, যা তিনি পেয়েছেন। এই ব্যক্তিগত আশীর্বাদ কবিতাটিকে আত্মজৈবনিক ও আবেগপূর্ণ করে তোলে। Dorothy এখানে কেবল পাঠক নন, বরং কবিতার আবেগের কেন্দ্রবিন্দু।

0
Updated: 1 week ago
Which river valley is the setting of Tintern Abbey?
Created: 1 week ago
A
Thames Valley
B
Wye Valley
C
Avon Valley
D
Severn Valley
কবিতার প্রেক্ষাপট হলো ওয়েলস অঞ্চলের River Wye Valley। Wordsworth ১৭৯৮ সালে তাঁর বোনকে নিয়ে এই উপত্যকা ভ্রমণ করেন এবং সেই ভ্রমণের অভিজ্ঞতা থেকেই কবিতাটি রচিত হয়। Wye নদীর ধারে শান্ত পরিবেশ ও গ্রামীণ দৃশ্য কবিকে দার্শনিক চিন্তায় নিমগ্ন করে। প্রকৃতি এখানে শুধু দৃশ্য নয়, বরং তাঁর আধ্যাত্মিক শিক্ষক ও মানসিক নিরাময়ের উৎস। এজন্য Wye উপত্যকা কবিতার প্রাণকেন্দ্র।

0
Updated: 1 week ago
Which famous phrase in Tintern Abbey expresses human sorrow in a symbolic way?
Created: 1 week ago
A
“Clouds of glory do we come”
B
“Bliss was it in that dawn to be alive”
C
“Heaven lies about us in our infancy”
D
“The still, sad music of humanity”
এই লাইনটিতে Wordsworth মানব জীবনের দুঃখ-কষ্টকে সঙ্গীতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, মানবজীবনের বেদনা কোনো কোলাহল নয়, বরং এক গভীর ও শান্ত সুরের মতো প্রতিধ্বনিত হয়। প্রকৃতির সান্নিধ্যে তিনি সেই বেদনার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা খুঁজে পান। এই রূপক মানুষের বেদনা মেনে নেওয়ার পাশাপাশি তার ভেতর থেকে শান্তি ও নৈতিক শক্তি খুঁজে পাওয়ার ইঙ্গিত দেয়।

0
Updated: 1 week ago
How many stanzas are there in Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 week ago
A
8
B
9
C
10
D
11
এই ওডে মোট ১১টি স্তবক (stanza) আছে। দীর্ঘ এই কবিতাটি শুরু হয় শৈশবের আলো হারানোর বেদনা দিয়ে এবং শেষ হয় প্রকৃতি ও স্মৃতির সান্ত্বনার মাধ্যমে। প্রতিটি স্তবক কবির দৃষ্টিভঙ্গির একেকটি ধাপ—বেদনা, স্মৃতি, কল্পনা এবং শেষমেশ শান্তি। তাই ১১টি স্তবক মিলে কবিতাটিকে পূর্ণাঙ্গ আত্ম-অন্বেষণের যাত্রা করে তুলেছে।

0
Updated: 1 week ago